FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

বাবার জন্য লেখা

বাবার জন্য লেখা

*

ফেসবুকে আজ নিউজফিডে স্ক্রল করতে করতে বাবা দিবসের অনেক পোস্ট দেখছিলাম। সবাই তাদের বাবাকে নিয়ে ভালোবাসার পোস্ট দিচ্ছে। কেউবা তাদের বাবার সাথে সেলফি তুলে পোস্ট দিচ্ছে। দেখতে দেখতে নিজের অজান্তেই চোখ দুটো পানিতে ভরে আসছিলো।

সময়টা আজ থেকে ঠিক এগারো বছর আগে। ২০০৯ সাল। বছরের মাঝামাঝিই হবে। তখন মাত্র নবম শ্রেণীতে পড়ি আমি। কতই বা বয়স আমার। প্রতিদিন স্কুলে যাই ঠিকমত পড়াশোনা করি, খেলাধুলা করি আর দশটা সাধারণ ছেলেদের মতই। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। বাবা ছিলেন ব্যাবসায়ী। কোন একটা দিনের সকাল বেলা বাড়িতে খবর আসলো বাবা আর নেই, এক্সিডেন্ট করেছেন। পাগলের মতো হয়ে গেলাম খবরটা শুনে। পায়ের নিচ থেকে মাটি সরে গেলো। পাগলের মত কান্না করতে লাগলাম। কালকেই তো দেখলাম সেই জলজ্যান্ত মানুষ টাকে, একসাথে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। আজ এক মুহুর্তের মধ্যে নাই হয়ে গেলো আমার বাবা।

কি দোষ ছিলো আমার যে এতো তাড়াতাড়ি আমাকে ইয়াতিম হতে হলো। আর কিছু লিখতে পারছি না। আজ তোমাকে খুব মিস করছি বাবা। তোমাকে প্রচন্ড মনে পড়ে। কেনো চলে গেলে আমাকে ছেড়ে। বাবা বলে তোমাকে ডাকতে পারি না এগারোটা বছর। বুকের মধ্যে কি দুঃসহ যন্ত্রণা শুধু আল্লাহ জানেন।

আল্লাহ আমার বাবাকে ভালো রেখো তাকে জান্নাত বাসী করো
তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দাও
আমিন

রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরা
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরা

*




5 Comments 513 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024