FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

আমার বা আমাদের গল্পখানি!!!

আমার বা আমাদের গল্পখানি!!!

*

বললে লেখকের ভাষায় বলাই যায় "ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন! ফোন-ফেসবুক নিয়ে মাতামাতি শুধুই আদিখ্যেতা! " 😒😒😒
হ্যা এরকমটাই ভাবনা ছিলো। বাপ মা টাকা দিবে, লেখাপড়া করব। ফোন থেকে দূরে থাকবো, ফেসবুক থেকে দূরে থাকবো, মানুষের থেকে দূরে থাকবো।🤗 কিন্তু বিপত্তিটা বাঁধলো ফেসবুক নয়, কিন্তু ফেসবুকের মতো এই মাথা থেকে অই মাথার মানুষের সাথে বন্ধুত্ব, আড্ডা বা সময় কাটানোর মতো ফোরাম সাইট নামক জায়গা আছে যেদিন জানলাম সেদিনই।😑😑
প্রথম দিকে যে সাইটেরই লিংক পাইতাম যাইতাম, ঘুরতাম, মজা করতাম। একা নয়, সাথে আমার সহোদরাও ছিলো। 😏
এইরকম ঘুরতে থাকা অবস্থায় পরিচয় হয় # #rj420## নামক এক ছোঁকরার সাথে। এই ছোঁকরা এতো চালু বুঝি নাই শুরুতে! আমারে সেম ইয়ার হওয়ার সুবাদে ফুসলাইয়া ফুসলাইয়া এইখানে আইডি খুলায় ২০১৪ এর ৩ জুলাই।
সে আইডি খুলাইয়াই সন্তুষ্ট হয় নাই। আমারে বলে,"এইখানে অনেক পোলাপান তোরে জ্বালাইবো, আমার লগে ইংগেজ করে রাখ, তাইলে পরে কেউ কিছু বলবে না।" আমিও আব্দুল মোখলেসের মতো অর কথা মাইনা ইংগেজ করলাম। আর এফডি দুনিয়ায় হেতে হইয়া গেলো আমার পরথম বয়পেন্দ! -gloomy-

এই হইল শুরু। কিন্তু সেইসময়ও এই সাইট অই সাইট ঘুরে অন্য একজায়গায় কয়েকজন বন্ধু পাই। বর্তমান #stranger# #shunn0# & আমরা দুই বোন। থাকতাম না এফডিতে তেমন। এইজন্য #Shadhin# এক ঘাউড়া পোলা লাগলো আমার পিছে। এফডিতে কুইজ, সাউট, ফোরাম পোস্ট, আরপি বাড়ানো, জিসি ধরা, টপিক ক্রিয়েট করা সব শিখাইলো। আর যেটা দিলো সেটা হইল স্টাফ হওয়ার লোভ! -kopal- সেই সুবাদে আমি আমার বোন, অপু আর শুণ্য রে এখানে নিয়ে আসলাম। যাত্রা সেই যে শুরু! আজ নিয়ে ৬বছর+ এইখানেই আছি।

এইখানে এসে অপু শূন্য ছাড়াও অনেকের সাথেই পরিচয় হয়। শুধু যদি পরিচয় হতো তাহলেও কথা ছিলো! এ পরিচয় ছিলো ঝগড়াঝাটি আর একে অন্যরে পঁচানোর পরিচয়। পিএম আমাদের জন্য ছিলো বিলাসিতা! সাউটে পরে থাকতাম সব আর সারাদিন ঝগড়া করতাম। যাদের সাথে ঝগড়া করতাম তাদের মধ্যে অন্যতম হলো #julie# #Mr_twist# #Smart_Stupid# #Rhetoric# জানিনা কেন, এরা হুদাই হুদাই আমার পিছে লাগতো। বিরক্তিকর একদম -bangry1-
মন্ডায় চাইতো ধইরা মাথার চুল একটা একটা করে টাইনা টাইনা ছিঁড়ে ফেলি। . mad.
তবে অন্যদের সাথে ঝামেলা হইলে টুইস্ট মানে ফাহিম আর জুলি আমার সাথে তাল দিতো. -popcorn1- এইভাবেই এদের সাথে বন্ধুত্ব! জুলি আমারে ডাকা শুরু করল ভান বলে। আর ফাহিম সাউটে ক্ষেপাইতো পাজি বলে! 😑🤧 আমি কি পাজি গিরি করত অর সাথে আমিও জানিনা! 🙄 ফাহিম যখন পাজি বলত, তখন রাগ লাগতো প্রচুর! তাই আমিও অরে বেজি বলে ডাকা শুরু করি। PaZi & BeZ!
এতোদিন বাটন ফোন চালাইতাম, এফডি আর অন্যান্য সাইট ঘুরাঘুরি ছাড়া ফেসবুকে যাওয়া হইত না। এন্ড্রয়েড হাতে আসার পরে এফডির সাথে এফবিতেও যাওয়া হইত। ফাহিম, জুলি, ইজাবেলা(ইজু) আমি সহ আরও অনেকেই ফেসবুকে গ্রুপ কল করতাম সবাই লাইনে থাকা অবস্থায় আমরা এফডি চালাইতাম।🙊🙊🙊 গ্রুপ কলে প্লান করে সাউট করতাম, কুইজ খেলতাম, একে অপরকে পঁচাইতাম। 😍
এএ মাঝে ফাহিম স্টাফ হয়। কুইজ নেওয়া শুরু করে রেগুলার। আমি তেমন কুইজ খেলতাম না। অবশ্য এখনো খেলিনা তেমন একটা! কিন্তু তখন এডমিশন স্টুডেন্ট ছিলাম আর বেজি সাধারণ জ্ঞান কুইজ নিতো, তাই ভাবতাম খেল্লেই উইনার হবো 🤣🤣🤣 এম্নে এম্নে ২-৩ বার উইনার হওয়ার পরে একদিনের কুইজে ইন্টারন্যাশনাল প্রশ্ন দেয় ( আমি তখনও গুগল সার্চ পারতাম না ঠিকঠাক) । পারিনা উত্তর, তাই আমার দেশের যেগুলা বেস্ট বেস্ট, সেগুলার উত্তর দেই। আর সেদিন বেজি আমারে ফিমেল কোঠায় সব ভুল দেওয়া সত্ত্বেও উইনার করে। 😍😍😍 বেস্ট একটা মোমেন্ট ছিলো সেদিন। ❤
দিন যায় মাস আসে, আমরাও নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পরি। ব্যবধান বৃদ্ধি পায়। তবুও দিন শেষে একবার, বা সপ্তাহে একবার গ্রুপ কলে বক সাউট বক্সে, চ্যাটরুমে জমিয়ে আড্ডা দেওয়া হত আমাদের। 💔😪
এর মাঝে সুব্রত মানে আমাদের রেটোরিকের সাথে আমার ঝগড়া মিটে যায়। আরো নতুন নতুন মানুষ এসে যুক্ত হয় বন্ধুর তালিকা আর ইনবক্স নামক জায়গায়! এদের সাথে নতুন করে শুরু করা হয় কুইজ, টুর্নামেন্ট, সেরা হওয়ার লড়াই, নতুন ঝগড়াঝাটি, নতুন মানুষদের সাথে মেলবন্ধন- কাটাকাটি। 😏😏
অতীতের অনেক মানুষ আছে যারা আজকে আর আসেনা, আগের মতো আড্ডা হয় না, কথা হয় না। কিন্তু একসময় যাদের সাথে ছিলো হাজারো গল্পের মেলা। 💔 আর বেজি তো দুনিয়ার সব কিছু উপেক্ষা করে চলেই গেলো আল্লাহর কাছে!! 🙂

প্রতিটা দিনই কারো না কারো জন্য নতুন শুরু, নতুন সূচনা। আর এই যে এতো কিছু, এইসব এতোদিন ধরে আছে শুধুমাত্র এফডি আছে বলেই।৷ এফডির জন্য ৬ বছর পরে আজো নতুন নতুন সব গল্পের দেখা মেলে। নতুন নতুন মানুষ এসে যুক্ত হয়ে বাড়িয়ে দিচ্ছে বৃত্তের পরিধি।
আবার একই সাথে হারিয়ে ফেলছি অনেক গল্পের নায়ক-নায়িকাদের!! 😔😔😔

এখনো ঝগড়া হয়, ভাব হয়, ব্লক ব্লক খেলা হয়, জীবনের ব্যস্ততার ভীড়ে সব ছেড়ে ছুড়ে চলে যাওয়া হয়। কেউ ভুলে যায়, আবার কেউ ভোলেনা। গল্প থামে, গল্প শুরু হয়। চক্র ঘুর্ণির মতো চলতেই থাকে। -heart-

কাদের পেয়েছি, কাদের পাইনি, তাদের নাম মেনশন করতে চাই না। যাদের পেয়েছি তারা তো জানেই তারা কতখানি ❤

আমিও যেদিন থাকবোনা, শেষ হয়ে যাবে আমার গল্প, সেদিন তুমিও আফসোস করে বলবে,"তোমার সাথে আমারো একটা লম্বা গল্প এখনো বাকি আছে। টুপ করে চলে গেলে কেন অবেলায়?"


:-)

*

*




44 Comments 820 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024