FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

২০১০ থেকে শুরু! চলছে, চলবে

২০১০ থেকে শুরু! চলছে, চলবে

*

সময়টা ২০১০, গ্রামের সাধারণ ছেলে, ক্লাস এইটে পড়ি। মোবাইল কি জিনিস কোনোদিন পরিবারের অন্য কারো ফোনে অল্প কথা বলা ছাড়া কখনও নিজে ব্যবহার করিনি। তো ছোটবেলা থেকেই আমার কোনো জিনিস নিয়ে কাটাকুটি অভ্যাস যাই পাইনা কেনো তা দিয়ে কিছু বানাতে নাহয় ভেংগে দেখতে পছন্দ করি ভালো লাগে বা এইভাবেই সময় কাটাই। পরিবারের যারা ফোন চালায় এর মাঝে অনেক ফোন নস্ট হয় তো বড় ভাইয়ার ফোন Huawei T520, ফোনে নেটওয়ার্ক আসে কিন্তু কথা বলা যায়না সমস্যা করে তাই বাড়তেই ফোন ফেলে রাখা হয়। উপরে যেই ফোনের ছবি দেয়া সেইটা। আমি করলাম কি বাজার থেকে চুপিচুপি একটা গ্রামীণফোনের সিম কিমে আনলাম তারপর ফোনে সিম ভরে শুরু হলো ঘাটাঘাটি! ফোনটি তখনকার সময়ে গ্রামীণফোন বের করে ছিলো তাই ভেতরে GPWORLD এর ফাংশন অটোমেটিক ভাবেই দেয়া ছিলো একদিন ওই ফাংশনে ঢুকে দেখি অনেক রকমের পিকচার ডাউনলোড করা যায় কিন্তু টাকা লাগে।
ফোনের ফিচারস ছিলো এমনঃ

- ফোনের স্ক্রিং সাইজ ১ ইঞ্চি বা আরও ছোট
-৪ এমবি মেমরী
-কোনো মেমরি স্লট বা গান ভিডিও দেখা যেতনা
-জিপিআএস বা ইন্টারনেটে ঢুকা যেতো সুধু।

তো সাইট কি সেই ধারণাও মাথায় ছিলোনা অনেক জায়গায় দেখতাম yahoo.com লিখা তাই সেখানে ঢুকে ওয়ালপেপার ডাউনলোড দিতাম।
এইভাবে কিছুদিন গেলে এক ফ্রেন্ড বললো গোগলের কথা। তো ফোনে যেহেতু ৪ এমবি জায়গা আছে ভাবলাম দেখি রিংটোনও ডাউনলোড করা যায় কিনা। সাইট সার্চ দিতে গিয়ে পেলাম Ayon.biz
যার আরেক নাম FusionBd.com. ঢুকলাম বেশ কিছু ওয়ালপেপার আর একেবারে ছোট সাইজের ২-১ টা রিংটোন ডাউনলোড দিলাম। সেই সাইটের মাঝেই লিখা
BDForum.NeT -join Now
কিছুই না বুঝে বোকার মতো সাইটে রেজিস্ট্রেশন করলাম কিছুই বুঝিনা, মানুষ কি শাউট দেয় না দেয় ওইটাও বুঝিনা আবার PM কি সেটাও বুঝিনা। একদিন একজনের প্রফাইল ভিউ করেছি দেখলাম লিখা NEW PM FROM অমুক। তখন বুঝলাম এইভাবে লিখা লাগে। শাউত দিতে গিয়ে দেখি লাগে প্লাসেস! অনলাইনে থাকলে প্লাসেস আবার ফোরামে পোস্ট দিলে সেখান থেকে ১ প্লাসেস দেয়। পোস্ট দিতে গিয়ে সেখানখার এক স্টাফের হাতে খাইলাম সবাই তাকে চিনে সাকি ভাই নামে, রিজন টা খুবই খারাপ ছিলো! রাগ হইলো বেপক খুলা শুরু করলাম Female ফেইক আইডি। ওই আইডি খুলে তো সুধু মেসেজ আর মেসেজ আসে অনেক মজা পেলাম এইভাবে অনেকগুলা ফিমেল আইডি খুললাম কিন্তু মাল্টি আইডি খুলার কারনে mahbubalam ভাই বার বার দিতো ব্যান কিন্তু সানি ভাই{STALWART,MyTH} ভাই অনেকবার আনব্যান করে এইভাবে বেশ অনেকদিন যাওয়ার পর person আইডি খুলি সেখানে! :P

কুইজ কি বুঝতাম না তখন সেখানের hitman_hasan নামে এক ভাই ছিলেন এখানের # #monir_hasan## ভাই। নন লাইভ কুইজের উত্তর ওনার থেকে নিয়ে উত্তর দিয়ে উইনার হই প্রথম প্রথম এরপর থেকে কুইজ কি কুইজ কিভাবে খেলে সব আস্তে আস্তে শিখলাম ধরে গেলো কুইজের নেশা।
person আইডি খুলার আগে থেকেই এখানের dibosrojoni বা Upoma_Madam আমাকে ইনভাইট করেছিলো RockerWap.Com এ, তখন এটা ছিলো ফিউশনবিডির মতোই ডাউনলোড সাইট, অনেক পরে রকারওয়াপ এর নাম পরিবর্তন হয়ে ফ্রেন্ডসডায়েরী হয়। এখানেও বেশ কিছু আইডি আগে খুলি কিন্তু পাসওয়ার্ড ভুলে গেলে পরে person আইডি এখানেও খুলি।
BdForum এ যেমন আমি নিয়মিত থাকতাম এখানেও থেকে বিভিন্ন নামে তার মাঝে bornohin, ikhtiar, person ই বেশি ছিলো।
ফ্রেন্ডসডায়েরীতে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগতো সেটা হলো আমি যখন নতুন আইডি খুলি শাউট দেই সবাই আমাকে অনেক আপন করে নেয় তার মাঝে অনেকি ছিলো বেশি ছিলো সুব্রত বা # #rhetoric##
এইভাবে চলতেছিলো হটাৎই ২০১৫ সালে বিডিফোরাম পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায় এখানে বেশি মাত্রায় এক্টিভ হই আবার ২০১৫ সালে স্টাফ ইলেকশন হলে আমি স্টাফ নির্বাচিত হই কিন্তু ২০১৫ সাল ছিলো আমার জীবনের সবচেয়ে বেশি ব্যস্ততার সময়।
প্রথমত H.S.C পরিক্ষা দেই + University ভর্তি কোচিং করি + এডমিশন টেস্ট দেই যে কারণে এখানে স্টাফ হলেও তেমন বেশি কিছু করতে পারিনি মেম্বারদের সুবিধার জন্য কারণ অনেক ব্যস্ততায় গেছে এইগুলার জন্য। অনেক পরিক্ষা দিয়েও যখন পাবলিকে চান্স হলোনা তখন # #Mostakim## ভাইয়ের সাথে যোগাযোগ করি জানতাম ভাই আগে থেকেই ঢাকায় থাকে কিন্তু ভাইয়ের সাথে আগে থেকেই কম বেশি পরিচয় ছিলো বিডিফোরামের জন্য যদিও আমার বাড়ি ময়মনসিংহ আর ওনার বাড়ি রংপুর! আর সে বিশ্ববিদ্যালয়ে পড়ে তার কাছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাজেশন চাইলে একটা ইউনিভার্সিটির সাজেশন দেয় যা কিনা আবার বনানীতেই পড়েছে! তো ভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম ২০১৬ থেকে ক্লাস শুরু হবে।
ঢাকায় তেমন কিছুই চিনিনা কোনোদিন আসিও নি বনানী, গুলশানে। মোস্তাকিম ভাইয়ের কাছে জানতে চাই যে থাকার জায়গা লাগবে আমি তো তেমন কিছুই চিনিনা! -alasno-
ভাগ্যের কি খেলা মোস্তাকিম ভাই যেখানে থাকে সেই ফ্লেটেরই ৪ রুমের মাঝে ২ রুম ফাঁকা আর আমরা বন্ধুরাও ছিলো ৬ জন। এইভাবেই মিলে গেলো ভাবতেও পারিনি এইভাবে এইগুলা হবে। ফ্রেন্ডডায়েরীতে নিয়মিত থাকছি একদিন কথা হলো # #SABBIR## এর সাথে তার সাথেও আগে থেকেই পরিচয় ছিলো ফোরাম লাইফের শুরু থেকে, বিডিফোরামে তার নাম ছিলো buka_chele সেও শুনলাম আমাদের কাছেই থাকে তো সন্ধায় সে আসবে বললো আমিও তাড়াহুড়ো করে আর পেন্ট পড়িনি লুংগি পড়েই বাসার নিচে গিয়ে সাব্বিরের সাথে দেখা করি। ভগ্যের কি খেলা তার সাথে যে # #holud_himu## ছিলো তা আমি জানিনা। -ugh-
এইদিকে সাব্বির আর হিমু তারা নাকি বাজি ধরেছিলো আমি লুংগি না পেন্ট পড়ে আসবো এই নিয়ে :-D তাদের মুখের চুপি চুপি কথা শুনে বুঝতে পারি! +awkward+
আমি যেই বাসায় থাকি তাদের সেখানে নিয়ে গিয়ে # #Mostakim## # #Splash## ভাইদের সাথে দেখা করাই। :D

এইভাবেই চলছিলো কিন্তু ভার্সিটিতে ভর্তি হওয়ার পর ক্লাসের চাপে আর ফ্রেন্ডসডায়েরীতে কম কম থাকা হতো। # #SUPERMAN## ভাই আর # #holud_himu## নিয়মিত আমার খুঁজ খবর নিতো মেসেজে তাদের মেসেজ পড়েই বুঝতাম স্টাফ থেকে রিমোভ হবো আমি কারণ আমি সময় দিতে পারছিনা। এইভাবে ১-দের বছর গেলো আমি তেমন এখানে খুব একটা আসতাম না আসলেও কম কম তারপর দেখাগেলো মোস্তাকিম ভাইও নিয়মিত এফডি চালানো শুরু করেছে মেম্বারও কিছু বেড়েছে আমিও ২০১৭ এর শেষ থেকে আবার ফ্রেন্ডসডায়েরীতে রেগুলার হই এইভাবেই চলছে আর যতদিন বেঁচে আছি হয়তো এইভাবেই থাকবো এখানে।
বেশিরভাগ বন্ধু বান্ধব, বড় ভাইদের নামই এখানে বলা হয়নি আর বলেও শেষ করা সম্ভব না হয়তো কারো নাম বাদ যাবে তখন নিজের কাছেই খারাপ লাগবে।
আরেকটা কথা ফোরাম লাইফ আর বাস্তব কিন্তু এক না আবার আচরণেরও অনেক পার্থক্য আছে।
বিডিফোরামের বা এখানের যারা আছে সবার সাথেই আমি অনেক বেশি খোঁচাখুঁচি করি হয়তো এখন করিনা এক সময় করেছি কিন্তু যাদের সাথে এক সময় এইগুলা করেছি এখন তাদেরকেই সবচেয়ে বেশি আপন করে নিয়েছি। কুইজ খেলার কারণে, ঝগড়ার কারণে বা খুঁচাখুঁচির কারণে অনেকের সাথে পরিচয় আরও গভীর হয়েছে দিন যাচ্ছে সবার সাথে আরও ঘনিষ্ঠ হচ্ছি। এইভাবেই চলবে ইন শা আল্লাহ যতদিন বাঁচবো।
ফোরাম জিনিস টা বলতে গেলে আমার রক্তে মিশে গেছে তাই ইন্টারনেট জগতের অন্য সব কিছু ছেড়ে থাকতে পারলেও এখন ফ্রেন্ডসডায়েরী ছেড়ে থাকা সম্ভব না আর ছেড়ে থাকতেও পারিনা +crush+
অনেক কিছু লিখার ছিলো কিন্তু আমি খুবই অধৈর্য্য আর আলসে তাই ৮০% কথাই লিখতে পারলাম না। :(
সবাই ভালো থাকবে আশা রাখি আর সবাইকে ভালো রাখবে আর এখানে আনন্দে ভরিয়ে রাখবে -flower-

*




29 Comments 826 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024