FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

লেবুর বীজ রোপণ

লেবুর বীজ রোপণ

*



আসসালামুয়ালাইকুম

আমি অনেক বেশি আনসোসিয়াল মানুষ। সোসিয়াল-কমুনিটি ইত্যাদি থেকে দূরেই থাকতে ভাল লাগে। মানুষজন বেশি পছন্দ না, আন-ইজি ফিল করি কেনো জেনো।
মানুষ এর যত কাছে যাই তার সমস্যা কিংবা নিজের সমস্যার কারণ হয়ে যাই।


এই কারনে ২০১৫-১৬ তে ফোন ইউজ করা বাদ দিয়ে দিসিলাম।
২০১৪ তে আমি প্রথম সোসিয়াল ফোরাম মিডিয়াতে ঢুকি।
তবে এফডি তে আমি প্রথম আসি ২০১৫ তে সম্ভবত।
তখন নিকনেম ছিল Scarecrow.


আমি দেখতে কালো, চিকন, বিবর্ন তাই বন্ধুরা ব্যাঙগ করে নাম দেয় কাকতাড়ুয়া, সেবার কাকতাড়ুয়া নামের সেই উপন্যাস ও পড়েছিলাম।
তাই সত্যি টা মেনে নিয়ে এটা দিয়েই সব কমুনিটিতে পরিচিত হই।


সেই সময়কালে আমি এফডির কিচ্ছু বুঝতাম না বা বুঝার চেস্টা করতাম না। আমি এসেছিলাম জাস্ট দেখতে যে কেমন সাইট টা।


আমার একটা অভ্যাস বলতে পারেন যে আমি যেকোন কিছু যা ই আমি করি বা মাথায় আনি তা আমি লিখে রাখি।

তো আমার ডাইরি ছিল। সেখানে আমি ফ্রেন্ডসডাইরির এড্রেস টা লিখে রাখি। ২০১৬ এর দিকে হবে হয়তো।

কারন আমি বুকমার্কে বিশ্বাস করি না যতটা আমার পেন্সিলকে আমি করি।



তারপর ধামা চাপা পরে গেলো ৪ টি বছর।
২০১৯ এ নিজেকে এতই ছন্নছাড়া লাগতে লাগলো যে ভাবলাম দেখি পুরানো সেই সাইট গুলো জীবিত আছে কিনা।

পুরোনো নাম দিয়ে না এইবার লেবু_ভাই দিয়ে আইডি খুললাম।
কারন ২০১৮-১৯ থিকাই আমার ডাকনাম হয়ে গেসে লেবু।
জুনিয়র সিনিয়র সবাই লেবু ভাই বলে ডাকতো।


তো পুরোনো সেই সাইট গুলো পেলাম তবে পুরোনো মানুষ তেমন পেলাম না।


একদিন আমার পুরোনো খাতা গুলো বিক্রি করতে আমি সব খাতা নামাই সিলিং থেকে।
তো ভাজ করতে করতে দেখি আমার সেই ২০১৪ তে কিনা ডাইরি টা।
খাতা টাতা বাদ দিয়ে বসে গেলাম সেটা নিয়ে, কি কি লিখসি তা আবার দেখতে।


সেখানের একটা পেইজ এ এড্রেস লিখা ছিল ফ্রেন্ডসডাইরির।
ভাবলাম যাবো নাকি, সব কিছু ভাবা বাদ দিয়ে এসে পরি নাম দি lebu_vai.


তো মূলত ডাইরি দেখে ডাইরিবাসির কাছে আসি আমি।


আমার সাথে সর্বপ্রথম পরিচয় হয় হাঁস৯ মানে Hasnain & Namika।
কারন চ্যাটেই প্রথমে গিয়েছিলাম,
কিন্ত সবাই আমাকে ফেইক আইডি ফেইক আইডি বলে
কার না কার নামের সাথে মিল মে বি ভূলে গেছি


২ দিনের মধ্যে সবাই আমাকে এক্সেপ্ট করতে থাকে,
আমি ফান করি সবাই আমার সাথেও ফান করতে থাকে
শাউটে মুটামুটি সারাদিন চিল্লানো শুরু করি।


আমি সাইটে কোন বন্ধু বানাই নি, কারন বন্ধুর সম্পর্কে ঝামেলা হয় কিন্ত ভাই রিলেশনে ঝামেলা হয় না, তার উপর আমি বয়সে ছোট প্রায় মানুষ এর ই।


আমি সব চেয়ে বেশি খুশি হয়েছি Quiinn রে খুজে পেয়ে।
আমি ২০১৯ এ কমুনিটিতে ঢুকেই ওর খোজ করতে থাকি কারন সেই ২০১৪ তে আমরা সেইম সাইটে ছিলাম আর আমরা ভালো ফ্রেন্ড ছিলাম যদিও কথা বলতে সরম লাগতো -shy-


আমি এখানে কুয়িনকে চিনতে পারি নি তবে কুয়িন ঠিকি চিনে নিসে।
সেদিন খুব খুশি হয়েছিলাম ভালো লাগছিল।

তারপর একে একে পরিচয় শুরু, অফিশিয়ালি নাইস টু মিট ইউ কারো সাথে হয় নি, একটা অদ্ভুত পরিচয় পর্ব চলতে থাকে শাউটে।


প্রথমদিকে আমাকে স্টাফ সমিতির লোক রা দারুন হেল্প করে জানিথ ভাই, গাভিদা, মোস্তাকিম ভাই, সিনুর স্যার ইনারা।
সাথে Riky পু অনেক হেল্প করে।

ধরেন আমি জানতে চাই ক, সে কলিজা পর্যন্ত বুঝাই দিবে
এতে করে আমার অনেক হেল্প হইসে।


২/৩ দিনের মধ্যেই সাইট টা বুঝতে পারি কেমনে কি কুয়িজ টুয়িজ মচগ টচগ
শুধু Mir টা বুঝতাম না, সেটায় মাইডাস ভাই অনেক ট্রাই করলেও আমার উন্নতি হয় নি তখন।


কুয়িজ খেলায় সবার চোখে আসতে থাকি, প্রথম দিকে স্টাফদের সাথেই বেশি পরিচয় হতে থাকে, মাসুদ বি, হিমু বি, সিনুর স্যার, হাম্বু বি, হিরা বি, গাভিদা, ইত্যাদি ইত্যাদি।

মাসুদ বি আমাকে অনেক হেল্প করসে, ইভেন আমাকে গতম হোস্ট কঅরার সুযোগ দিসে। আমার সব চেয়ে প্রিয় কুয়িজ।
ভালোবাসা অবিরাম


আর সাউটে পক পক করতে লাইট মটু মামা, কিং বি, কেনাইট বি, মেক্সুয়েল, গ্যাক বি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মাদ বিন বখতিয়ার খিলজি উরফ ট্রেন বাবা, ফেলেক্স, ইক্কু, ডেডমেন, jack_rose, সহ সবার সাথে পরিচয় হতে থাকে।


(বালিকা রা ধৈর্য রাখো তোমাদের জন্য আলাদা একটা উপন্যাস নিচে আসতেছে -lv- )


এদিকে আমি বালিকাদের সাথে ফাজলামু করা শুরু করি অজান্তেই,
সবার সাথে ভালো খাতির হয়ে যায় শাউটে।
সবাই আদরের চোখে দেখে (জানুগন)
(মটু মামু রে কেউ পানি মারো এখন)


সবার সাথে পরিচয় নামিকা দিয়ে শুরু আর শেষ মুনতাহা দিয়ে।
ভিতরে সবার বসবাস, জুলি ফুলি, ভিভি, শাহরিনপ, ইশাপ, সিনথিয়া, ঝুম, লাইবা, নিলাদ্রিতাপ, রোজেলিনপ, জান্নাত, ঢেউ, আভা বউদি, রেহনুমা aka বি.বাড়িয়া, adheya সহ আরো অনেকে।


সাবাইকে খুব ভালোবাসি
(ইনবক্সে নাম্বার দিও)


তারপর আমার প্রিয় এডমিন ফাহিম ভাই। অমাইক একটা মানুষ, আমি তারে ভালই জ্বালাইসি। আর সে প্রতিটা প্রব এর সমাধান দিয়ে গেছেন।
অনেক ভালোবাসা রইলো ফাহিম ভাই।


সাথে জাতির মামা মিথ আছেন। সর্বপ্রথম আমার চেহারা ইনি ই দেখেন।
ভালোবাসা অবিরাম।


এ তো গেল পরিচয়পর্ব, আমার অনেক ভালো লাগার মূহুর্ত আছে।
আমি জানি না কিভাবে মানুষ আমায় এত ভোট দিয়ে এত ভালোবাসা দিয়ে FDCM এ জায়গা দিল।

আমি আসছি ২০১৯ এর ১৩ ডিসেম্বর আর আমি জানুয়ারি -ফেব্রুয়ারি FDCM এ প্রথম রানার্সাপ হয়ে যাই।

মার্চ-এপ্রিল এউ সেম প্রথম রানার্সাপ
মে-জুন এ আমি ছিলাম না পর্যন্ত ভোটের সব দিন গুলোয় কারন আমার নেট প্রব ছিল তাও আমায় এত ভালোবাসা দিয়ে সবাই জায়গা করে দিসে।


আমি এটায় সবচেতে বেশি অবাক হয়েছিলাম।

আবার আমার বার্থ ডে তে মাসুদ বি যা করলো।
আমায় এত সুন্দর উপহার দিল।

দিন টা খুব ভাল ছিল, সবাই উয়িশ করেছে ইভেন ৩০ মিনিট আগের থেকেই গেসবুক সাইন শুরু হয় আমি দেখে অবাক কারন আমি এসব আশা ই করি নি।

আমার বার্থ ডে কুন দিক দিয়া যায় আসে আমার খেয়াল থাকে না।
কিন্ত এইবার, অসাধারণ।


আমি নতুন করে পুরাতনদের সাথে পরিচিত হই যেমন জাতির কাক্কু ইভিল বি, splash বি, খোকা বি (আলটিমেট ইউনিভারসাল আমাশার রুগি), মাহাবুব আলম ভাই, কেস্পার মামা।

ইনারা আমার ব্যাপক সিনিয়ন তবু আমার সব জ্বালানো সহ্য করে বিশেষ করে খোকা ভাই রে আমি খুব প্যারা দি 😅😅


রিসেন্টলি সব চেয়ে ক্লোজ ভাবে দিন কাটে খোকা বি,ইভিল বি, মনির বি, মুনতাহা, ইশাপ, নামিকা, জাহাঙ্গীর এর সাথে। গ্রুপ ফাইট এর বদোলতে খুব সুন্দর সময় পার করেছি।


আসলে লিখতে থাকলে শেষ হবে না। ৮/৯ মাসে অনেক ভালোবাসা পেয়েছি আমি যা কোন দিন পাব বলে চিন্তাও করি নি।


১ দিনে হাজারের বেশি শাউট ২২ ঘন্টার বেশি অনলাইন আমার জিবনের এক ইতিহাস হয়ে থাকলো।

সবাইকে খুব শ্রদ্ধা করি ভালোবাসি। কখনো ভুইলেন না লেবু নামের কেউ ছিল।

নাইলে ফোন নাম্বার দিয়েন মনে করাই দিবনি।



(সিক্রেট: যাদের নাম লিখেছি তাদের ত লিখেছি ই আর যাদের লিখি নাই তারা আমার মনের গভীরে ❤❤ )


শুরুর গল্প এখানেই সেস
কোন একদিন শেষ এর গল্প বলব
ভালো থাকবেন সবাই
আমার জন্য দোয়া করবেন
আল্লাহ হাফেজ

*




43 Comments 836 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024