FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

আমার এফডি যাত্রা

আমার এফডি যাত্রা

*

২০১৪তে ফোরাম সাইট বিডিএফ বন্ধ হয়ে যাবার পর সানি ভাইয়ের কাছ থেকে ফ্রেন্ডসডায়েরির ঠিকানা পাই। পরিচিত অনেকে একটিভ ছিল বলে সাইটটা ভালোলাগার জায়গা হয়ে যায়।

এফডিতে আমার সবচেয়ে প্রিয় ফিচার শাউটবক্স। আড্ডা আর খুনসুটিতে সময় কিভাবে পার হয়ে যায় বোঝাই যায়না। মজার ব্যাপার হল শাউটবক্সে যে ক্যাসানোভা পার্সোনা আমি দেখাই বাস্তবে আমি মোটেও তা নই। 😁

শাউটবক্সে আমার স্ত্রী রাশার সাথে পরিচয় এবং পরে পরিণয়। রাগী, জেদি আর একগুঁয়ে এ মেয়েটার সাথে ঝগড়াবিবাদ লেগেই থাকত। ঝগড়া ভালবাসায় পরিনত হতে সময় লাগেনি। এফডি থেকে সবচেয়ে বড় উপহার হল আমার স্ত্রী। থ্যাংক ইউ এফডি!

সানি ভাই, ফাহিম ভাই, জ্যাক, সৈকত, মুন্না, সুব্রত, মিনার, রাফি ভাই এবং বিশেষ করে হিমু আমার এফডিযাত্রার প্রথম থেকেই পাশে ছিলেন। তাদের প্রতি কৃতজ্ঞতা।

ফাহিম (মিঃ টুইস্ট) এবছর অকালে আমাদের ছেড়ে চলে গেছে। আমি অনলাইনে পরিচিত খুব কম মানুষের সাথেই সরাসরি দেখা করেছি। ফাহিম তাদের একজন। হাসিখুশি ছেলেটাকে পরম করুনাময় মাগফেরাত করুন এই কামনা করি।

মৃত্যু পর্যন্ত এফডির যাত্রায় সাথে থাকতে চাই। 😀

*




13 Comments 631 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024