FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

আমার গল্পের শুরু থেকে শুরু~

আমার গল্পের শুরু থেকে শুরু~

*

একটা গল্পের শুরু করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন ব্যপার, আসলে কিভাবে শুরু করব, কোন বিষয় দিয়ে শুরু করব, এ ভাবনাটাই বেশি কাজ করে মনের মধ্যে...
-think1-
আসলে এমনটা হওয়ার পেছনে কারনও আছে,
কারনটা হলো......
অন্যান্য মানুষের মত আমার লিখার হাতটা তেমন একটা ভালো না, তেমন লিখতেও পারি না, লিখতে গেলেও তেমনভাবে গোছাতে পারিনা
তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু মানুষকে নিয়ে লিখতে খুব ই ভালো লাগা কাজ করে, আর এসব ভালো লাগা কাজ করা মানুষদের মধ্যে এই মানুষটা একজন.....
-heart-

যাকে কখনও দেখিনি, কথা বলিনি, কিছুই জানিনা তবুও মারা যাওয়ার সংবাদ শুনে ততটাই কস্ট লেগেছে, যত টা তাকে দেখলে লাগতো, নিশ্চয়ই বুঝে গেছেন কাকে নিয়ে বলতে চাচ্ছি সে আর কেউ নয় আমাদের "ফাহিম ভাইয়া" -sad- সবার লিখা লিখা দেখে এতটুকু বুঝেছি, ভাইয়া অনেক ভালো মানুষ ছিলেন.. আল্লাহ এর কাছে মন থেকে দুয়া করি আল্লাহ তাকে জান্নাত নসীব করুন.. আমীন.. -pray1- সবাই শেষে তাকে নিয়ে বললে ও আমি শুরুতে বল্লাম কারণ আমার গল্প অতি ছোট তাই আগে ভাইয়া কে নিয়েই বল্লাম... :(

এইবার আমার হাসির স্টোরি পড়তে
প্রিয় শুভাকাঙ্ক্ষীদের শেষ পর্যন্ত পাশে থাকার আহবান জানাচ্ছি....
-cgun-
আসসালামু আলাইকুম!!! আমি মুনতাহা মুন, ফ্রম ঢাকা.. ২০১৩ সালে ফার্স্ট আম্মু ফোন কিনে দেয় আর সিম কিনে দেয় আব্বু, নকিয়া সেট মডেল মনে নাই, রবি সিম ছিলো, সেট আপ করতে গিয়ে কাস্টমার কেয়ার এ ফোন দেই, তারা রবি সার্কেল সম্পর্কে আমাকে বুঝায় আর ফোন এস এম এস করে ও বলে দেয়, ঠিক তেমনি আইডি করি...

অল্প দিনেই অনেক জনপ্রিয় হয়ে যাই, অনেক ছোট ছিলাম, তেমন কিছুই বুঝতাম নাহ, শাউট করতাম বেশী..
:-D
তারপর বোনের বান্ধবী ঢাকাওয়াপ এর এড্রেস দেয় তাওসিফ এর গান শুনতে অনেক লাইক করতাম, ছোট বেলার ক্রাশ আমার....
-crush-
ডাউনলোড করতে গিয়ে উল্টা পাল্টা কিভাবে যেন কমিউনিটি সাইটে ঢুকে যাই, আর ২১০ টা পিএম আসে, বাট কিভাবে রিপ্লাই করে আমি জানিনা.. নোটিফিকেশন ও ৩০০ আপ উঠে যায়, সবচেয়ে বেশী ছিলো মেরি রিকিউ.....
-shy1-
যেহেতু কিছু পারিনা প্রফাইল একবারেই অপেন ছিলো, ১৫ দিন এইভাবেই যায়, একজন আমাকে পপ আপ মেসেজ এ পিএম রিপ্লে কিভাবে দেয় শিখায় দেয়.. ৩-৪ মাস ইউজ করি তারপর যাওয়া বন্ধ করে দেই...
-stop-
তারপর সাইট এর নাম চেঞ্জ হয়, জানতাম নাহ, দীর্ঘ ৭বছর সবকিছু থেকে দূরে ছিলাম...
-sad-
২০২০ সালে আবার ব্যাক করি, অল্ড এক ফ্রেন্ড ফোন দেয়, ও ২-১ ইয়ার পর পর ফোন দিতো, লকডাউন এ এক্টিভ হই, আর সেইখানেই সুব্রত এর সাথে পরিচয় কুইজ খেলতে গিয়ে...
-hihi-

তারপর এফবি ফ্রেন্ড হই.. ও এই সাইটে ইনভাইট করে, কুইন আপু বলেছিলো কমিউনিটি ইউজার রা আসলেই ফোরাম স্ক্রিপ্ট লাইক করেনাহ, আমার একেবারেই ভালো লাগেনি এফডি, উইক এ একদিন আসতাম, সুব্রত কে নক দিয়ে চলে যেতাম...
-hide1-
আর বলতাম শাউটে কমেন্ট করা যায়না কেনো, এটা কেনো ওটা কেনো, বাট ও একটা মানুষ বেশিরভাগ মানুষের গল্পেই আছে ঠিক তেমনি আমার গল্পে ও.. প্যারা নেয়না কখনো...
:D
পিএম দেয়া ছাড়া এ তখনো কিছুই পারিনা, তারপর মটুর সাথে পরিচয় ওর মাধ্যমে, ও বলতে গেলে সবকিছুই শিখাইছে আমাকে, যেইখানে প্রবেশ করতে যা যা প্লাস লেগেছে মেনেজ করে দিসে....
-hblust-
সুব্রত বিজি ম্যান তাই কম জ্বালাতাম, ইন্ট্রোভার্ট তাই নিজে থেকে কারো সাথে কথা বলতে পারতাম নাহ, শাউট বক্সে গেলেও হয় সুব্রত নয় মটু কে নিয়ে শাউট দিতাম.. তারপর হীরার সাথে পরিচয় শাউট থেকে আমার বনু জান্নাত এর সাথে ও, মিথ ও অনেক হেল্প করেছে, ফোরাম সাইট আসলেই অনেক হার্ড...
-kopal-
সুব্রত বললো তুই টুর্নামেন্ট গুলো খেল অনেক এর সাথেই পরিচিত হতে পারবি, এফডিসিসি, সিপিএল, বংগজংগ খেলে আসলেই অনেক গুলো ভালো মানুষের দেখা পেয়েছি, মুন্না, বিপ্লব ভাইয়া, লেবু, বিপ্লব, হিমু, কোম্রা, মনির ভাই,, এশা পু, সাব্বির ভাইয়া,আভা দি, জেনিথ জিজু, আলু নামিকা, লাইবা, রেহনুমা পু, ভিভি পু, শাহরিন পু, রোজি পু, জুলি পু, কিটি পু জাহাঙ্গীর, টাইটানিক, প্লাস্টিক, কুইন পু, ইকু দা আরো অনেকেই যাদের সাথে শাউটে কথা হয় আমার....
-qheart-
উইকে একদিন আসতাম নাহ, এখন প্রতিদিন ই আসি, ভালো লাগে.. ভালোবাসার এফডি এখন, লাইক আমার সেকেন্ড হোম.. অনেক এঞ্জয় করি...
-happy2-
আমার গল্পটি অনেক বোরিং আই নো, তবুও শেয়ার করা, কখনো কোথাও এইভাবে বলা হয়নি, তাই সুযোগ হাতছাড়া করলাম নাহ....
-yess-
পরিশেষে বলতে চাই তোমরা সবাই এইরকম একটা পরিবার হয়েই থাকো, ভালো লাগে সবাইকে, দিনশেষে যে যত ব্যস্ত ই থাকো একটু টাইম দাও.. কেউ হারিয়ে যেয়োনা....
-no2-
আজ আছি কাল নেই, কেউ কস্ট পেলে আমার দ্বারা, ক্ষমার দৃস্টিতে দেখো... সব চেয়ে ভালো লাগার ব্যাপার এইখানের মেয়েরা সেইফ, অনেক সেইফ ফিল করি, কোনকিছুর স্বীকার হইনি, আগে ভাবতাম এমন কি সাইট আছে যে প্রফাইল প্রাইভেসি ছাড়া থাকতে পারবো.. ইয়েস এফডি তে আমার প্রফাইলে কোন প্রাইভেসি নাই...

খুব ক্লোজ অনেকেই আমাকে দেখেছেন অত টুকু বিশ্বাস হয়ে গেসে সবার প্রতি অল্প দিনেই... চাই সবার মাঝে যতদিন আছি এই সম্মান আর ভালোবাসা নিয়েই থাকতে......
-tnu-
ভুলে গেছি ভাবতেই,
মনে পড়ে ভীষণ...
কে কখন কাকে,
করেছি কতোটুক আপন..
-tata-

*




34 Comments 783 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024