FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

শেষ আলোর প্রত্যাখান

শেষ আলোর প্রত্যাখান

*

কেউ একজন অন্ধকার ঘরে বসে আছে। সন্ধ্যা থেকে লাইট অফ। মাথার উপর ফুল স্পীড এ ফ্যান চলছে। ক্রমাগত চিন্তায় ভীষণ ব্যস্ত সে। জীবনের হিসেব আজ আর মিলছে না। ঠান্ডার মধ্য ঘামছে অনেক। কিছুতেই হিসেব মিলছে না তার।

এ নিয়ে আজ তার পাচ রাত। দিনের আলো আর তার ভালো লাগে না। অন্ধকার কেই আশ্রয় করে নিয়েছে। আলো থেকে এবার সে মুক্তি চায়। অন্ধকার কে আশ্রয় করে বাচতে চায়। কিন্তু কে জানাবে তাকে আলো ছাড়া বাচা যায় না। অন্ধকার মানেই মৃত্য।

একসময় সে সময়ের হিসেব হারিয়ে ফেলে। জীবনের হিসেব মিলাতে এখন সে বড্ড ক্লান্ত। বার বার পাশের ওড়নার দিকে চোখ পড়ছে। কিছুক্ষন দ্বিধায় পড়লো সে। আসলে সে কি চায়? আলো নাকি অন্ধকার! আলো তো তাকে কিছু দেয় নি। আর অন্ধকার!.... সিদ্বান্ত নেওয়া হয়ে গেছে। আস্তে করে সে উঠে দাড়ালো, হাত বাড়িয়ে ওড়না তা নিল। তার নজর সিলিং ফ্যান এর দিকে।

ফ্যান টা অনবরত ঘুরছে...........

*
6 Comments 390 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2022