আজকাল মন মতলব ভালো নাই,, না কিছু বুঝতে পারছি আর না পারছি কিছু লিখতে..!! কখনো কখনো তো মনে হচ্ছে অনেক দূরে চলে যায়,, অনেক দূর,, যেখানে আমি ছাড়া আমাকে আর কেউ জানবে না..!!
তারপর মনে পড়ে,, এইখানেই বা কে জানে আমাকে..?? আজ অবদি যা লিখেছি সবই তো নিজের জীবনে ঘটে যাওয়া কিছু গল্প..!! আমি ভুলে যেতে চাই আমার অতীতকে..!!
কখনো কখনো ভাবি যা লিখার তা তো লিখেইছি..!! আর এখন যা লিখছি তা থেকেও বেশি পুড়িয়ে দিয়েছি তখন..!!
কিছু মুহুর্ত ছিল যেগুলোকে কখনোই কারো সামনে আনি নি,,!! শুধু আমার মনের মধ্যেই থাকবে একটা স্মৃতি হয়ে..!!
ওই ডায়েরীটা নষ্ট হয়ে গেছে,, স্মৃতিগুলো পুড়ে ছাই হয়ে গেছে,, স্বপ্নগুলো ধোঁয়া হয়ে হাওয়াতে উড়ে গেছে..!!
কিন্তু মনটা আজও পুড়ছে,, আর আমি তো মনে করি মনের আগুন টাকে আসতে আসতে পুড়তে দেওয়াই ভালো..!!
কষ্টের বৃষ্টি যেন আরো জোরে নেমে আসে,, ভিজতে দেবো সবকিছু,, বুঝিয়ে দেবো আয়না কে যে চোখের নিচের জলটা বৃষ্টির নাকি বেদনার চিহ্ন..??
খারাপ স্বভাব আমার মধ্যে একটাই যে প্রতিবার আমি একটা ভুল মানুষকে ভরসা করে ফেলি..!! ভরসাকে আর আমি কখনোই বিশ্বাস করবো না..!! কেননা ভরসা হৃদস্পন্দনের চেয়েও তাড়াতাড়ি বদলে যায়..!!
আমি যে তাকে কিছুক্ষণের জন্যেও অবিশ্বাস করব তার মধ্যে এমন কোন কিছুই ছিল না..!! কারন অভিনয়টাই সে এত সুন্দর ভাবে পালন করে..!!
আমি সব কিছুই জানি..!! জবাব আমিও দিতে পারি তাকে তার মতো করে..!! কিন্তু আমি এমন,, যে সবাইকে জবাব দিই না..!!
কারণ মন থেকে ভালোবাসা আর মন রাখার জন্য ভালোবাসা এই দুটোর পার্থক্য আমি বুঝি..!!
গৌরব বাউরী..!!
Posted By: badnam_sayer (Premium User!)
Post ID: 6688
Posted on: 7 months 6 days ago
Authorized by: Rhetoric