FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

বউ নিয়ে রচনা 😂😂

বউ নিয়ে রচনা 😂😂

*

রচনার নাম: বউ😀
মার্কস: ১০ নম্বর😁
সময়: ৫ মিনিট😕
মেয়েদের পড়া নিষেধ।😂


#ভূমিকাঃ
- বউ একটা গৃহপালিত প্রানী।😁
এদের, ২টা পা,২টা হাত,২টা কান, ২টা চোখ, ১ কি নাক এবং ১টি বুদ্ধিহীন মাথা
আছে।😂

#উপকারিতাঃ
- এদের দ্বারা অপকার ছাড়া উপকার সম্ভব নয়।😶

#ক্রেডিটঃ
- চাপাবাজিতে এরা 4G
ইন্টারনেটের চেয়েও ফাস্ট। মানে 5G স্প্রিড। পাশের বাড়ির ভাবীর সাথে এদের " তুলনা হয় না।😂

#এদের_সখঃ
- টিভি🔳 সিরিয়াল,স্টার জলসা
এদের কাছে KFC কাবাবের চেয়েও
অনেক দামি।😁

#চাহিদাঃ
- রাতে স্টার জলসা দেখবে
আর দিনে শাশুড়ির সাথে যুদ্ধ করবে।😠

#অধিকারঃ
- Hasband একটু দেরি করে
বাসায় ফিরলে হাতের কাছে যা পাবে হাড়ি,পাতিল,বালিশ সব Hasband এর
গায়ে ছুড়ে মারবে।😕

#স্বভাবঃ
- শুধু বলবে, তুমি জানো আমার
জন্য কত ডাক্তার, ইঞ্জিনিয়ার
এসেছিলো?😂😂

#আচরনঃ
- কলেজে কত ছেলে আমাকে প্রেম পত্র দিয়েছিল।পাড়ার সব
ছেলে আমার জন্য পাগল ছিল!!
বাবা তোমার মতো ১টা গাধার কাছে
আমাকে বিয়ে দিল।😡😡

#নোটঃ
- চুন থেকে নুন কম বেশি হলে
কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আল্টিমেটাম তো আছেই....!!!!
.একটা কথা বারবার বলে তোমাকে
বিয়ে করে আমার জীবনটা শেষ।😱😱

#উপসংহারঃ
- কইলে জ্বালা না কইলেও
দোষ।শুধু বলে স্বামী টেককেয়ার
করে না।এদের মাথায় যত তেল দিবেন
তত ভালো।
এবার বলেন ১০ এর ভিতর আমাকে কত মার্ক দিবেন।😂

[কপি পোস্ট]

*




3 Comments 1010 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2023