FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

ই এবং য় এর সঠিক ব্যবহার

ই এবং য় এর সঠিক ব্যবহার

*

১. আমি/আমরা খাই (not খায়)।
২. সে/তারা/রহিম/করিম খায় (not খাই)।
৩. আমি/আমরা যাই (not যায়)।
৪. সে/তারা/রহিম/করিম যায় (not যাই)।
৫. আমার পরান যাহা চায় (not চাই), তুমি তা-ই (not তায়) গো।

৬. চাইছি (not চায়ছি) তোমার বন্ধুতা।
৭. যাইতেছিলাম (not যায়তেছিলাম) বন্ধুর বাড়ি, উপায়-বুদ্ধি (not উপাই-বুদ্ধি) মেলে না।
৮. হইতাম (not হয়তাম) যদি পানের দোকানদার; মিষ্টি জর্দার পান খাওয়াইতাম (not খাওয়ায়তাম), কাইড়া (not কায়ড়া) নিতাম মন তোমার।
৯. ঐ কদমগাছতলায় (not তলাই) বন্ধু আমার বাঁশের বাঁশি অসময়ে বাজায় (not বাজাই); আমি কইতেও (not কয়তেও) পারি না, সইতেও (not সয়তেও) পারি না, বন্ধুর লাগি পরান আমার শুধু ছটফটায় (not ছটফটাই)।

১০. চল রাস্তায় (not রাস্তাই), সাজি ট্রামলাইন আর কবিতায় (not কবিতাই) শুয়ে কাপলেট।
১১. আমি আগের ঠিকানায় (not ঠিকানাই) আছি, সময় (not সমই) করে এসো একদিন।

১২. খুব সমস্যায় (not সমস্যাই) পড়েছি।
১৩. কোথায় (not কোথাই) জায়গা (not জাইগা) কিনেছ?
১৪. বড় অবেলায় (not অবেলাই) তুমি এলে।
১৫. বইমেলায় (not বইমেলাই) দেখা হবে।
১৬. বইমেলাই (not বইমেলায়) আমাদের প্রাণের মেলা।
১৭. শিক্ষাই (not শিক্ষায়) জাতির মেরুদণ্ড।

১৮. আমি ঢাকায় (not ঢাকাই) থাকি।
১৯. এখন ঢাকাই (not ঢাকায়) আমার একমাত্র ঠিকানা।
২০. ঢাকাই শাড়ি (not ঢাকায় শাড়ি)

২১. গাইতে-গাইতে (not গায়তে-গায়তে) গায়েন।
২২. খাইতে-খাইতে (not খায়তে-খায়তে) যায় (not যাই) বেলা।
২৩. নাও ছাইড়া (not ছায়ড়া) দে রে, মাঝি, পাল উড়াইয়া (not উড়ায়য়া) দে।

২৪. সাইকেল (not সায়কেল)
২৫. কার্বনডাই অক্সাইড (not কার্বনডায় অক্সায়ড)
২৬. টাইব্রেকার (not টায়ব্রেকার)
২৭. ওয়াই-ফাই (not ওয়ায়-ফায়)
২৮. ভায়রা ভাই (not ভাইরা ভাই)
২৯. পায়রা (not পাইরা)
৩০. ময়লা, কয়লা, পয়লা, ব্রয়লার, শয়তান (not -ই-)

৩১. আমি তোমার কী হই? (not হয়)?
৩২. সে তোমার কী হয়? (not হই)
৩৪. তুমি কই (not কয়) থাকো?
৩৫. তোমার কয় (not কই) ভাইবোন? (not ভায়বোন)
৩৬. আমি কয়টায় (not কইটাই) আসব?

৩৭. হায় রে (not হাই রে) মানুষ!
৩৮. আয়, যাই গা। (not আই, যায় গা)

৩৯. আমি কী দেব তোমায়? (not তোমাই) তুমি কী দেবে আমায়? (not আমাই)

৪০. এভাবে পইপই (not পয়পয়) করে বুঝিয়ে (not বুঝাই/বুঝায়/বুঝায়ে/বুঝায়া) বলার পরও যারা এই ভুলগুলো করবে, কানের নিচে ছয়টা (not ছইটা) চটকানা মেরে তাদেরকে বয়রা (not বইরা) করে দিন, খাম্বায় (not খাম্বাই) বেঁধে পাছায় (not পাছাই) মান্দারগাছের ডাল দিয়ে শপাং-শপাং (অথবা ট্রস-ট্রস) করে নয়টা (not নইটা) বাড়ি মারুন এবং আবার প্রাইমারি (not প্রায়মারি) স্কুলে ভর্তি করিয়ে (not করাই/করায়/করায়ে/করায়া) দিন।

প্রচারে : আখতারুজ্জামান আজাদের বাংলা ক্লাস

*




5 Comments 1148 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024