এখন আমি যাকে নিয়ে লিখতে যাচ্ছি তিনি হলো এফডির লুইস ম্যাক্সি ভাউ হিসাবে খ্যাত কিন্তু যদিও তিনি বান্ধবী দের কাছে আদরের শারু নামে পরিচিত -ura- আমাদের এই ভাউ এর আসল নাম হলো শাহরুখ কিন্তু তাকে তার বান্ধবী রা ভালোবেসে শারু নামে ডাকে :-D ধরা হয় ফডিতে রিয়াদ ভাই এর পর যদি কোনো লুইস ভাউ থাকে তা হলো আমাদের ম্যাক্সি ভাউ +oh+ আমাদের এই ভাউ এর বান্ধবী লিস্ট এতই বড় যে তিনি শুধু বান্ধবী দের নাম মনে রাখার জন্যই একটা ডায়েরী নিয়েছেন| ফডিতে আসার পর প্রথম থেকেই তিনি বান্ধবী খোজায় লেগে পড়েন :-D কিন্তু কাউকেই তিনি পটাতে না পেরে সিদ্ধান্ত নেন তিনি খালা বানাবেন তারপর অনেক কষ্ট সাধনা গুগল সার্চ, ইউটিউব সার্চ করে তিনি ফডির পেরিউইঙ্কেল পু কে খালা বানাতে সক্ষম হন-jclap-তারপর তিনি ফডিতে বেশি বেশি একটিভ হয়ে রাতদিন তার খালার সাথে পম পম চলতে থাকে!!!এবং সকাল-সন্ধ্যা শাউট ঢং ত আছেই!!:-Dএটা দেখে এফডির বুইড়া চাচা ইয়ামাজাকি ভিষন ভেঙে পড়েন -cry-তিনি আয়নার দিকে তাকিয়ে ভাবতে থাকেন যে ইসসস!! আমার কেন কেউ নেই পমপম খেলার জন্য!! এসব ভেবে ভেবে তিনি লাল পানি পান করতে থাকেন তবে আপনারা এটা ভাববেন না যে আমাদের বুইড়া চাচা যেমন তেমন লাল পানি খান!!!তিনি দামি জিনিস ছাড়া আবার খান না!+oh+ত চলুন এবার আমার লুইস ম্যাক্সি ভাউ এর কাছে ফিরে আসি ত খালা বানানোর বেশ কিছুদিন পর ম্যাক্সি ভাউ তার খালাকে একা রেখে আবার তার এফবির বান্ধবী দের দিকে ঝুকে পড়ে এবং বান্ধবীরাও তাকে আদরের শারু বলে ডাকত :-D কিন্তু এদিকে তার খালা ম্যাক্সির ভাউ এর এমন অবহেলা সহ্য করতে না পেরে সেন্টি খেয়ে অফলাইনে চলে যান -cry-কিন্তু ম্যাক্সি ভাউ আবার তার খালাকে অনলাইনে আনেন এবং তার খালাকে পুরো ঘটনা বুঝিয়ে বলেন :-D সেটা হলো সে এখন তার বান্ধবীদের ছোট বোনের সাথে রিলেশন করতে চায় :-Dএবং একমাত্র এইজন্যই সে এখন তার খালাকে রেখে বান্ধবীদের সময় দিচ্ছে কারন বান্ধবীর ছোট বোনদের রিলেশান এ পেতে হলে আগে তাদের বড় বোনদের পটাতে হবে :-D ম্যক্সি ভাউ এটা তার খালাকে বুঝিয়ে নেয় তার খালাও এটা মেনে নেয় -ura-এদিকে আমাদের লুইস ভাউ আবার ফডিতেও অনেকগুলো বান্ধবী বানিয়ে ফেলেছে +oh+ এতগুলো বান্ধবী এর সাথে পম পম খেলে আমাদের এই লুইস ভাউ এর দিনকাল অনেক ভালোই যাচ্ছে তার বান্ধবী রা তাকে আদরের শারু বলেও ডাকে মাঝে মাঝে :-D কিন্তু এদিকে আমাদের বুইড়া চাচা এগুলা দেখে খুবই হতাশ হয়ে পড়ে!!কারন তার এখনো কোনো বান্ধবী হলো না-cry- তাই আমাদের এই বুইড়া চাচা মাঝে মাঝে ষড়যন্ত্র করে লুইস ম্যাক্সি ভাউ এর বান্ধবী এর পরিমান কমানোর চেষ্টা করে যদিও উনি এতে সফল হয়নি এখনো!!তবে আমি বিশ্বাস করি উনি অতি দ্রুত সফল হবে -ura-
-tata-
(TAMIM)
Posted By: amanz
Post ID: 6781
Posted on: 2 years 2 days ago
Authorized by: holud_himu
36 Comments1063 Views
amanz
(Tagged: fariyaa) পু আরেকটা গল্প পড়েন 😁
1 year 4 months ago
dhew
100% agreed 😂😂😂
1 year 6 months ago
amanz
(Tagged: MiZAN) দা +cyu2+
1 year 8 months ago
amanz
(Tagged: Maxwell) তোমার ট্যাগ দেখে মনে পড়ল ২ জন বাদ আছে পড়ে নাই বুঝছো +cyu2+ সামনেটর বার ss সহ দিব লুলা দাদু +cyu2+
1 year 8 months ago
florinn
(Tagged: tamim)vagne sei hoise purata pore next cmnt janacchi-haha6-