FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

The Conjuring: The Devil Made Me Do It - Movie Review

The Conjuring: The Devil Made Me Do It - Movie Review

*

Movie Name : The Conjuring: The Devil Made Me Do It

Horror/Thriller

Director: Michael Chaves

IMDb : 6.4 / 10

Personal : 7.5 / 10




আচ্ছা ভূতুড়ে মুভি বলতে আমরা কি বুঝি?

বিচ্ছিরি রকমের চেহারার কেউ ইয়া বড় বড় হাত,দাঁত, খেয়ে নিবে এই সেই!



তবে কনজুরিং সিরিজ এর সব গুলা মুভি ই সত্য এবং সঠিক ভাবে সত্যায়িত করার কারণে সব গুলো মুভি ই স্টোরি টেলিং এর ব্যাপারে বেশি গুরুত্ব দেয় মোর/লেস কস্টিম



আমার এই জিনিস টা ই কনজুরিং এ টানে।



ভূতের মুভি বা হরর যাই বলি এসবে আমি তেমন ইন্টেরেস্ট পাই না কারণ জানি এগুলা অবাস্তব + ইল্লজিকাল।


কিন্তু কনজুরিং এ প্রতিটা ঘটনা সত্য হয়ায় এটা দেখতে সত্যি ই ইন্টেরেস্টিংনেস ফিল হয়।




যাই হোক মূল কথায় আসি, কঞ্জুরিং ৩ / শয়তান আমাকে দিয়ে করাইসে যেটাই বলি এর মূল থিম এ ছিল শয়তানের উপাসনা করা একজনের স্টোরি।

যার আকর্শনের জায়গা ছিল কালো জাদু বা ব্লেক ম্যাজিক


যে পবিত্রতার ভিতর থেকে অপবিত্রটাকে বেশি আপন করে ফেলে যার থেকে বলতে গেলে মানুষ খুনাখুনি শুরু হয়!



ভর করা বা পোজেজ সেই জিনিস টা এবার এখানে দেখানো হয়েছে যা সত্যি বলতে লজিকাল।

কোন অবয়ব রাখে নি এতে, জাস্ট ভর করে কাজ গুলো করছে।



আমি ডিটেইল কোন কথা বলব না তবে একনজরে দেখে নিন এই মুভিতে কি কি পেতে পারেন :


১) পিওর লাভ! হ্যা ঠিক ধরসেন, ভূতুড়ে এই মুভিতে মূল যে এক্টা শক্তি সেটা ভালোবাসা টপিকের উপর বেইস করা যা মুভি দেখতে একটা শান্তির আভা দিবে।

ছোট ছোট ব্যাপার খুব সহজের আপনার ভালোলেগে যাবে।



২) মাইন্ড ব্লোয়িং স্টোরি টেলিং!


৩) ব্যাপক দুই তিনটা টুইস্ট বা থ্রিলিং এর স্বাদ পাবেন যা মুভিটা আরো গর্জিয়াস করে তুলে।



৪) সিনেমেটগ্রাফি! মাঝে মাঝে সুন্দর স্টোরি দিয়েও মুভি যঘন্য হয় শুধুমাত্র বাজে সিনেমাটোগ্রাফির জন্য।

এদিক দিয়ে সত্যি ই প্রশংসা পাবে মুভিটি



৫) আকাশ কুসুম কিছু পাবেন না যেটা এই মুভির একটা প্লাস পয়েন্ট।



তো ভালো দিকের সাথে কিছু খারাপ দিক লক্ষ্য করা যায়!

১) আনম্যাচ সাউন্ড ইফেক্ট!

মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিসের সাউন্ড ইফেক্ট সত্যি ই আমার কাছে হাস্যকর মনে হয়েছে, যার কারণে আমি রেটিং এ ১ স্টার কাটি।


সব চেয়ে বেশি যেটা বাজে লাগসে সেটা হলো ছুরির সাউন্ড ইফেক্ট, মানে হুদাই অতিরিক্ত ভাইব্রেট সাউন্ড ইউজ করসে ছুড়ির শার্পনেস বুঝাতে।


২) হররনেস এর কিঞ্চিত কম অনুভুতি!

ব্যাপার টা ঠিক আছে আমার জন্য বাট অনেকে হরর বলতে একটু বেশি ভিজিউয়াল দেখতে চায় যাতে করে জিনিস টা আরো ইফেক্টিভ হয়। এর কিছুটা ঘাটতির জন্য আমি ১ স্টার কাটি।



৩) স্টোরি টেলিং ইশু!

যদিও খুব সুন্দর স্টোরি টেলিং বাট একটা পয়েন্ট এ আমি গুলিয়ে যাই যে আসলে রিয়েল টাইম কোনটা আর পাস্ট টাইম কোনটা। যেহেতু এটা পেরাডক্স না সেহেতু এই ফাজলামি না থাকলেও চলতো!


এর জন্য আমি ০.৫ স্টার কাটি





ওভারল যদি বলি অবশ্যই সুন্দর একটা মুভি,যথেষ্ট রেসিপি ভিতরে ভরা আছে দেখার জন্য, যারা কনজুরিং ফ্যান কিংবা ভূতের মুভি দেখেন তারা তো দেখবেন ই জানা আছে বাট যারা দেখেন না কিংবা কখনো কনজুরিং দেখেন নি তারা চাইলে এই মুভিটা ট্রাই করতে পারেন ভালো লাগবে।


বি.দ্রু :
• এই মুভি দেখার জন্য আগের দুই পার্ট দেখার প্রয়োজন নেই!

• দুই একটা সিন বোল্ড/18+ লাগতে পারে সেটা স্কিপ করে দেখলে সমস্যা নাই এতে মুভির স্টোরিতে ইফেক্ট ফেলবে না।

• হেডফোন ইউজ করবেন অবশ্যই কারণ সাউন্ড ইফেক্ট গুলো যাচাই এবং ক্রিস্টাল ক্লিয়ার শুনতে এর বিকল্প নেই।

• সকল প্রকার ডাব্বড পরিহার করুন




ধন্যবাদ রিভিউটি পড়ার জন্য, আর আপনারা চাইলে আমায় মুভি সাজেস্ট করতে পারেন এখানে কিংবা ইনবক্সে।
বিদায়।





*




5 Comments 571 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024