FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

___রুটি___

___রুটি___

*

তুমি কি দেখেছো কভু,

রুটি কিভাবে হয়?

আটার নরমে, তাওয়ার গরমে,

ফুলে ফুলে রুটি হয়।।

আমি তো দেখেছি কত না রুটি,

পুড়ে পুড়ে ছাই হয়।

বেলুনির চাপে কারো কারো রুটি,

মানচিত্রও হয়।

ভাজি রুটিগুলো টানার চোটে,

ছিড়ে ফানা ফানা হয়।

আটার নরমে, তাওয়ার গরমে,

ফুলে ফুলে রুটি হয়,

ফুলে ফুলে রুটি হয়।



প্রতিদিন কত রুটি আসে যে

টেবিলে থালা ভরে,

রুটি বানানোর ইতিহাসটুকু

রয়ে যায় অগোচরে।

কেউতো জানেনা রুটি তৈরী তে

কত ঘাম ঝরে যায়,

সুখী মানুষেরা রেডিমেড পেয়ে

আরামে বসে খায়।

পাশাপাশি প্লেটে রুটি-গোশত

কেউ বুঝি কারো নয়।।

আটার নরমে তাওয়ার গরমে

ফুলে ফুলে রুটি হয়।।

*




2 Comments 526 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024