FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

The Fear Street Trilogy - Review

The Fear Street Trilogy - Review

*



The Fear Street Trilogy

মূলত ৩ টা মুভির একটা সিরিজকে ট্রিলজি বলে।
Fear Street এর মোট ৩ টা মুভি আছে



১) Fear Street Part One: 1994

২) Fear Street Part Two: 1978

৩) Fear Street Part Three: 1666



Personal rating : 8/10

Genres : Horror / supernatural / slasher

কোন প্রকার স্পয়লার নাই তাই আরামসে পড়ুন


৩ টা মুভি ই জাস্ট অসাধারণ। বাট, কেনো এটা অসাধারণ?

আসুন জেনে নি।


কিছু কিছু জিনিসের জন্য এই ট্রিলজি আমার এত ভাল লাগসে।


১) এপিক লেভেলের থ্রিলিং।
জাস্ট ভাবা যায় না আসলে নেক্সট এ কি ঘটতে চলেছে।

আমি গেরান্টি সহ বলতে পারব আপনাদের মধ্যে কেউ ধরতেই পারবেন না আসল কারণ কি আসল ভিলেন টা কে।

সিরিয়ালি দেখতে দেখতে সেটা বুঝা লাগবে।

ইভেন লাস্ট পার্টের লাস্ট অপশনে গিয়েও আপনাকে এমন ভাবে থ্রিল করবে যে আপনি রিজন টা জানতে পেরে আমেঞ্জড ফিল করবেন। কুল ভাষায় কি বলে অই যে কিক পাওয়া যায় এক্টা 😂।



২) এক্সট্রিম ডিটেইলস। কিছু কিছু মুভি ডিটেইলস ভালো, কিছু কিছু মুভি কিউরিসিটি থেকে যাওয়া ভাল।

অনেকে কিউরিসিটি রাখতে পছন্দ করেন না, ভাবেন মুভি শেষ, আমার ও অল ডিটেইল জানা সেস
এমন টা পছন্দের অনেকের।

বিশেষ করে এই ভূত টুত এর মুভিতে আসলেই ডিটেল খুব ই প্রয়োজন।


এই ট্রিলজিতে আপনি জিনিস এর অরিজিন থেকে ইন্ডিং এ টু জেড জানতে পারবেন যা আপনাকে মুভিটাকে ভালোবাসার একটা কারণ হয়ে দাঁড়াবে।


৩) খুবই রিয়েলেস্টিং পার্ফোমেন্স।

রিয়েলিস্টিক বলতে এখানে একটা জিনিস দেখানো হয় যে দুইটা পাশাপাশি এলাকা যেমন ধরেন আমার পার্সোনাল ভাবে বলি।

দুইটা এলাকা ধরেন যাত্রাবাড়ী আর ধুপখোলা। দুই এলাকা পাশাপাশি।

দুই এলাকার পোলাপান যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এ পড়তাম আমরা।

।মানে অই এরিয়ার সবাই একি স্কুল এ পড়তাম। তো যতই ফ্রেন্ড ফ্রেন্ড করি সবাই চাইতাম নিজের এলাকাকে উচুতে রাখতে।।

সেটা খেলাধুলায় হোক, লেখাপড়ায় হোক, যেকোন কিছু।

ঠিক তেমনি এই মুভিতে দুইটা এরিয়া আছে যারা নিজেদের মধ্যে টক্কর দিত। আর এটা মুভির মেজর এক্টা পার্ট।



৪) ক্যারেক্টার প্লে- প্রতিটা ক্যারেক্টার এর সিন প্লে ছিল খুব ই রিয়েল যেন সত্যি ই হচ্ছে, রিয়াকশন, এক্টিভিটি খুব ই ভালো ছিল।



৫) শয়তানের চেয়ে বড় শয়তান মানুষ এর মনে বাস। ( এটা ডিটেইল বললাম না 😁)



৬) বেস্ট বাট নট লিস্টে " মুভিতে প্রচুর সুন্দ্রী পাখি আছে 😶 "




কিছু আল্টারনেটিভ জিনিস যা কপালে একটু ভাজ ফেলেছে আমার। সেগুলো ও বলতেসি।

এগুলা সাবধানতা অবলম্বনের জন্য


১) মুভির সব কিছু আবার হজম করা যাবে না। মানে মুভিতে এমন কিছু ম্যাটার আছে যা আনএক্সেপ্টেবল।

সামাজিক, ধার্মিক সব ক্ষেত্রেই এই জিনিস টা খুব ই ঘৃণ্য। তাই অবশ্যই আমি রিকমেন্ড করব সেগুলার উপর প্রভাবিত না হতে।

বিশেষ করে মেয়েরা।


২) ফরেন মুভি, কিছু সেন্সর সিন আছে।

সেটা স্কিপ করে দেখলে স্টোরি লাইনে তেমন প্রাভাব পড়বে না বাট এগুলো ও লিংকাপ।

বলতে গেলে আসল লিংকাপ এই কিছু সেন্সর সিন এই। তার রিকমান্ড করব পার্সোনালি দেখতে (১৮+)


৩) ভায়োলেন্স সিন আছে অনেক।

তাই দুব্বল চিত্তের মানুষজন আলো বাতাস এর ভিতর দেইখেন, সব অফ করে খাতার নিচে দেখা টা খুব ভাল চিন্তা হবে না 😅😅



যাই হোক তেমন কপাল কুচকানোর কিছু নাই, খুব ই সুন্দর মুভি যা আপনাকে পুলকিত করবে।


মুভি ৩ টা কোথায় পাবেন?

১- নেটফ্লিক্স
২- এমএলডাবলিওবিডি (mlwbd)
৩- যেকোন টরেন্ট সাইট
৪- আপনার উয়াইফাই এর বিডিএক্সাই সার্ভারে



সো ইঞ্জয় দা মুভি।


(কিছু জানার থাকলে কমেন্ট হেয়ার)




*




2 Comments 655 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024