FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

*

আমি পাগল হই, পাবলিক পাগল হয়, কিন্তু আপনি পাগল হন না কেন?

সৈয়দ আশরাফুল ইসলাম,খিলগাঁও, ঢাকা।

- আমিও পাগল হলে পাগলদের প্রশ্নের জবাব দেবে কে?

আচ্ছা, বলুন তো-আপনার মাথায় এত প্রশ্নের উত্তর আসে কীভাবে? ফারহাদ আহমেদ রোমান,শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।

উত্তরের জন্য মাথায় আলাদা একটা পথ আছে তো সে পথ দিয়ে আসে! চাকরি ছাড়া পাত্রীর বাবার সুনজরে আসার উপায়টা কী বলুন তো?

মোহা. রাইহানুল ইসলাম মিলন,শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। -

পাত্রীর বাসায় দারোয়ানের চাকরি নিন। চাকরিও হবে, নজরেও আসবেন!

আচ্ছা বলুন তো, কখন বুঝব আমাদের দেশ থেকে করোনা চলে গেছে?

আশীষ শীল শ্রাবণ,হাটহাজারী, চট্টগ্রাম। -

যখন দেখবেন দেয়াল টপকে, গেট টপকে কিছু ছেলে স্কুল পালাচ্ছে।


জল পড়ে পাতা নড়ে। বিচ্ছু সম্পাদকের কার কথা মনে পড়ে?

জমাতুল ইসলাম পরাগ ,নগুয়া, কিশোরগঞ্জ। -


পাওনাদারের কথা!কবে যে টাকা নিতে হাজির হয়!

সত্যি বলুন তো ভাই, ভাবিও কি আপনাকে বাবু বলেই ডাকে?

শিপন আহমেদ হিমেল, জগন্নাথকান্দি, কুমিল্লা।

বিয়ের আগে ডাকত।এখন অবশ্য ‘বাবুর বাপ’বলে ডাকে!


বর্ষার আগমনে বৃষ্টি হয় নাকি বৃষ্টি হলে বর্ষাকালের সূত্রপাত হয়?

শাহ্ পরান,মধুপুর, টাংগাইল।

- এসব কিছুই না। কেবল গ্রীষ্মকাল বিদায় নিলেই বৃষ্টি এবং বর্ষা আসে।

আমজনতা আর কাঁঠালজনতার মধ্যে পার্থক্য কী বলুন তো?

সৈয়দ আশরাফুল ইসলাম,খিলগাঁও, ঢাকা।

- বিশেষ কোনো পার্থক্য নেই! দুটোই আসলে পাওয়ারলেস!

ভাই, আমি আমার বুদ্ধি হারিয়ে ফেলেছি! এখন আমি কী করব?

আহমেদ সোহেল‍,‍‍রা‌‍‍মগঞ্জ, লক্ষ্মীপুর। -

কী আর করবেন! কোনো পত্রিকায় বুদ্ধি ‘সন্ধান চাই’


স্কুল-কলেজ খুলছে, কিন্তু আমি কোন ক্লাসে পড়ি সেটাই ভুলে গেছি! কী করি এখন?

আশীষ শীল শ্রাবণ, হাটহাজারী, চট্টগ্রাাম। -

আবার নতুন করে ক্লাস ওয়ানে ভর্তি হন। আপনার স্মৃতিশক্তির অবস্থা ভালো না! নতুন করে সব শিখতে হবে।

নতুন চাকরি পেয়েছি। কিন্তু সকালে কিছুতেই আমার অফিসে যেতে ইচ্ছা করে না! কী করি বলুন তো?

মাহাবুব হাসান, মতলব, চাঁদপুর।

দ্রুত বিয়েটা সেরে ফেলুন। সকালবেলা বউ কদিন বাজারের ব্যাগ ধরিয়ে দিলেই এরপর থেকে দ্রুত অফিসে চলে আসতে ইচ্ছা করবে!

(Collected)

*




2 Comments 594 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024