FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

তাসবীর দানা। পর্বঃ ০১ তাওহীদ

তাসবীর দানা। পর্বঃ ০১ তাওহীদ

*


তিনি চাইলে মুক্তি পেতে পারতেন দাসত্বের শৃংখল থেকে!
চাইলে পেতে পারতেন অঢেল ধন সম্পদ!
চাইলে সহজেই এড়িয়ে যেতে পারতেন অমানুষিক নির্যাতন!
শুধুমাত্র একটু স্বীকারোক্তি!
শুধুমাত্র বলতে হত লাত ওজ্জা আমার প্রভু! ব্যাস এটুকুই!

কিন্তু যে পান করেছে তাওহীদের অমিয় সূধা!
যার অন্তর পুর্ন হয়েছে দ্বীনের নুর!
যার মনস্কামনায় শুধুই জান্নাতের আকাংখা!

সে কি দুনিয়াবি নির্যাতন কে ভয় পায়?
মক্কার অলি তে গলি তে দুষ্ট ছেলেরা গলায় দড়ি বেধে লাঞ্চিত করেছে!
তপ্ত মরুভুমিতে বুকে পাথর চাপা দিয়ে শুইয়ে রাখা হয়েছে দিনের পর দিন!
উত্তাপে পিঠের মাংস গলে! আর শক্ত হয় বুকের ভিতরে থাকা না দেখা এক জিনিস! কি সেটা??

সেটা হল ঈমান!
এই ঈমান কি?
সোজা বাংলায় ৩ টা জিনিস থাকলেই তাকে ঈমান বলে:
১. বিশ্বাস স্থাপন
২. তার মৌখিক স্বীকৃতি
৩.এবং সেই অনুযায়ী কাজ

তাহলে বিশ্বাস স্থাপন করব কিসের উপর? প্রধানত যে বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে
★আল্লাহ এর একাত্ববাদ
★রাসুলুল্লাহ সাঃ সহ সকল নবী ও রাসুল
★আসমানী কিতাবসমূহ
★ফেরেশতাদের প্রতি
★তাকদির এর প্রতি
★আখিরাতের প্রতি

আল্লাহর উপর বিশ্বাসের স্বরুপ বলা আছে কোরআনের দ্বিতীয় ছোট্ট সুরাটিতে! আরব পৌত্তলিকদের সমস্যা মুলত ছিল প্রথম পয়েন্টে! তারা কোনভাবেই মানতে পারছিল না আল্লাহ এক! শুধুমাত্র এই একটা স্বীকারক্তি পরিবর্তনের জন্য সব প্রলোভন আর অত্যাচার!

তার উপর অত্যাচার দেখে ওরাকা ইবনে নওফেল এর ও হৃদয় কেঁপে উঠেছিল!
তাকে যতবার বলতে বলা হয়েছে বল লাত উজ্জা আমার প্রভু! ততবার সে সুস্পষ্টভাবে বলেছে আল্লাহ এক! আল্লাহ এক!
বিশ্বাসের কি অনুপম নিদর্শন! ঈমানের এক দৃষ্টান্ত! তিনি তোতলা ছিলেন, তবুও তাওহীদ এর স্বীকারোক্তিতে তিনি ছিলেন দ্ব্যার্থহীন!
অতঃপর আবু বকর রাঃ তাকে মুক্ত করলেন দাসত্বের বেড়াজাল থেকে!
তার সুললিত আজানে মোহিত ছিল মদিনার সকল মুসলমান!
তার পদধ্বনি শুনেছিলেন আল্লাহর রাসুল সাঃ মিরাজে জন্নাতের ভিতর!
তিনি ছিলেন হাবশী গোলাম, কালো ছিল তার গায়ের রং! কিন্তু তার ঈমান ছিল মুক্তার মতই উজ্জ্বল!!
বলতে কি পারবেন তিনি কে ছিলেন??
বলতে কি পারবেন সেই ছোট্ট সূরাটির নাম??

কমেন্ট করে জানিয়ে দিন

*




0 Comments 426 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024