![]() তুয়া [পার্ট :: ০১] তুয়া [পার্ট:: ০২] ↓↓ এরপর হস্পিটালে নিয়ে যাওয়া হয় মিসেস রাহি কে। সবাই চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে মিসেস রাহির কেবিনের সামনে,,কিছুক্ষণ পর একজন নার্স এসে খবর দেন মিসেস রাহির মেয়ে হয়েছে।। সবার মুখে যেনো খুশির আলোতে ভরে গেলো। *** তুয়াঃ মামনি আমাকে বেবির কাছে নিয়ে তলোনা,আমি দেকবো বেবি কে। ইভাঃ না আম্মু বেবিকে বাসায় আনলে দেখবে তুমি,জানোনা হস্পিটালে কত্ত জীবিন আছে। ওগুলা তোমাকে অসুস্থ করে দিবে। তুয়াঃ মামনি আমিতো হাত ধুই ভালোমতো মাস্ক ও পরি তাহলে কেন জীবাণু গুলো আমাকে ধরবে! আমি যাবো বেবি কে আদর করবো,সাবুপি ও তো আছে ওখানে নিয়ে চলোনা পিলিশ মামনি পিলিইইইশ। ইভাঃ হায়রে! আচ্ছা কালকে নিয়ে যাই অফিস শেষে? তুয়াঃ না মামনি আজ ই চলোনা পিলিশ পিলিশ। ইভাঃ সুন্দর করে প্লিজ বলো তাহলে,কি পিলিশ পিলিশ করছো। তুয়াঃ পিলিজ,,এইতো বলসি নিয়ে চলো এবার। ইভাঃ হয়নি সুন্দর করে বলো😒🤦♀️ তুয়াঃ পিলিইইশ, ধুর ছাতা যাও যাবোনা আমি,, তোমার মতো করে বলতে পারিনা হুহ, পসা মামনি। ইভাঃ হয়েছে রাগ করতে হবেনা আর নিয়ে যাবোনে অফিস থেকে এসে,তার আগে লক্ষি মেয়ের মতো দীদার সব কথা শুনবে বুঝলে। তুয়াঃ আচ্ছা মামনি শুনবোতো😍 ইভাঃ গুড গার্ল আমি অফিসে গেলাম! *** সাবুর আব্বুঃ ডক্টর আমরা পেশেন্ট কে কবে বাসায় নিয়ে যেতে পারবো? ডক্টর ঃ ৫ দিন পর নিয়ে যেতে পারবেন! ডক্টর চলে গেলো,সাবু অনেক খুশি তবে সে বাচ্চাটা কোলে নিতে ভয় পাচ্ছে,,বাবু কোলে নিলেই মনে হচ্ছে যেনো পরে যাবে হাত থেকে। তাই সে আর বাবু কে কোলে নিলোনা তবে উপর থেকে দেখতে লাগলো তার ঘুমন্ত মায়াবি মুখ টা! বিকেল বেলা, ইভাঃ তুয়া তুমিকি রেডি হয়েছো? তুয়াঃ হ্যাঁ মামনি রেডি চলো চলো বাবু দেখতে যাই! ইভাঃ হাহা চলো যাই! হস্পিটালে যাওয়ার মাঝে রাস্তায় তুয়ার যে কত রকম প্রশ্ন,, তার প্রশ্নের ভান্ডার বুঝি শেষ হবেনা আর! তার সাথে ছুটাছুটি তো আছেই একবার তো একটা ধবধবে সাদা বিড়াল দেখে তার পেছনেই দৌড় দিলো, সেটা নাকি সে বাসায় নিয়ে যাবে। খুব কষ্টে মিসেস ইভা তাকে সেখান থেকে নিয়ে হস্পিটালে গেলো। *** হস্পিটালে এসে সাবু কে নিচে দেখতে পেয়েই দৌড়ে গেলো তুয়া, তুয়াঃ সাবুপিইইই! বাবু কোথায় তাড়াতাড়ি নিয়ে চলো বাবু কে দেখবো,, কোলে নিবো বাবুকে ইয়েএ। সাবু ঃ নিজেই তো বাবু আবার নাকি বাবুকে কোলে নিবে, দেখো কান্ড। তুয়াঃ এই সাবুপি হাসবানা আমিকি তোনার মতো ভীতু নাকি আমি বাবুকে কোলে নিতে পারি হুহ আর আম্মুর থেকে পারমিশন নিয়ে আমি বাবুকে কোলেও নিবো দেখে নিও। সাবুঃ বাব্বাহ, পিচ্চি দেখি ভালোই কথা শিখেছে,তো চলো নিয়ে যাই বাবুর কাছে। বাবুকে দেখে তুয়া তো একদম অবাক, বাবু এত্তো ছোট এত্তো পিচ্চি একটা ছোট বাবু,,সে হয়তো ভাবতেও পারেনি জন্মের পর একটা বাবু এত্তো ছোট হয়,,,হাহা তুয়াঃ বাবুর হাত পা গুলা কি ছুতু ছুতু এত্তু কিউত একটা বাবু। কি সুন্দর ছোট্ট ছোট্ট আঙুল আমার থেকেও ছোট। নখ গুলো একদম পিচ্চি পিচ্চি। মাশা আল্লাহ। এখন সে বায়না ধরলো বাবুকে কোলে নিবে,, ইভাঃ তুয়া জিদ করোনা বাবুকে কোলে নিলে ডক্টর আংকেল পিটুনি দিবে কিন্তু।। তুয়াঃ না মামনি প্লিজ আমি বাবু কে কোলে নিবো,একটু ওর ছোট হাত দুটা ধরবো প্লিজ🥺 দেখো আমি সুন্দর করে প্লিজ বলসি🥺 ইভাঃ আচ্ছা! শুধু ধরতে পারবে কোলে নেওয়া যাবেনা একদমি। তুয়াঃ আচ্ছা ঠিকাছে, ধরলেও অনেক😍 ইভাঃ এইইই কি করছো বাহিরে থেকে আসলে যে তুমি হাত ধুয়েছো? যাও বাবুর সাথে হাত ধুয়ে আসো এভাবে ময়লা হাতে ধরলে বাবু অসুস্থ হয়ে যাবে। তুয়া হাত ধুয়ে আসলো,, বাবু কে ধরার পর যেনো আরো অবাক হলো ও কি তুলতুলে হাত,তুলার চেয়েও সফট 🥰 তুয়াঃ আরে বাবুটা এত্তো কিউট আমিতো ওকে আমার কাছেই রেখে দিবো 😍 সাবুঃ এহ বললেই হলো আমার বোন আমার কাছে থাকবে। তুয়াঃ আমার কাছেও থাকবে হুহ আমারো বোন ও😒 ইভাঃ এই চুপ দুটায় আবার ঝগড়া করে,হস্পিটালে নো মারামারি ঝগড়াঝাটি 😒 চুপ করে রইলো দুজনে, তবে তুয়া এখনো সাবুর দিকে রাগি চোখে তাকিয়ে এদিকে সাবু মুখ চেপে হাসতেসে😂 এভাবেই মজা করে কেটে গেলো তুয়ার সেইদিন টা, বাসায় এসে পরলো সবাই মিসেস রাহির সাথে হস্পিটালে সাবুর বাবা থাকবেন বলে সাবু ও চলে আসলো। ইভাঃ মন টা এতো খারাপ লাগছে কেনো,, এতো খুশির একটা খবর তাও কেনো মনে কু ডাকছে। ধুর এসব ই হয়তো কুসংস্কার। [মনে মনে বলতে লাগলেন ইভা] এদিকে তুয়া আর সাবু খুনশুটি করছে, কত কিছু যে করছে দুজনে,, মোবাইল আর চকলেট নিয়ে তাদের ঝগড়ার যেনো শেষ নেই।! ইভাঃ এই খেতে আসো সবাই কত রাত হয়েছে দেখেছো তাড়াতাড়ি আসো। তুয়া সাবু আর কত রাত জাগবি তোরা খেয়ে ঘুমিয়ে পর দুজন। তুয়াঃ দিলানা তো,আচ্ছা আমিও ডিনারের পর চকলেট খাবো দিবোনা তোমাকে হুহ,পসা আপি। সাবুঃ হুহ দিস না আমার কি আমার ব্যাগ এই চকলেট আছে আমি ম্যাজিক করে চকলেট আনতে পারি হুহ। তুয়াঃ সত্যি ম্যাজিক পারো? কই দেখিতো দেখাও তো! সাবু ঃ দেখবি সত্যি? তাহলে প্রমিস কর দিনে মাত্র একবার ফোন টিপতে দিবো ১ ঘন্টার জন্য এর চেয়ে অন্য সময় ফোন চাইতে পারবিনা। তুয়াঃ উমমম ১ ঘন্টা?🤔 আচ্ছা প্রমিস দেখাও তাহলে এবার😍 আচ্ছা দেখ,,, [চলবে,,,,] **এবার সত্যি চলবে 🤭🤫** এটা সম্পুর্ণ কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো মিল নেই ![]() |
3 Comments
334 Views
|