FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

মানষিক বয়স

মানষিক বয়স

*

Warning!!! : পরিক্ষার ফলাফল কারও ম্যাচিউরিটির সাথে নাও মিলতে পারে। অতএব ধৈর্য রাখুন।

আপনার মানসিক বয়স কত?

ব্যাপারটা মজার ❝সাইকোলজি টেস্টে❞ আমার ১৬-২১ একদম ঠিক।

আপনি মানসিক ভাবে কি একজন বাচ্চা প্রকৃতির মানুষ নাকি আপনি বয়সের তুলনায় একটু বেশিই ম্যাচিউর? এই সব কিছু বের হয়ে আসবে এখন থেকে। এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে– আপনার মানসিক বয়স কত! বাংলা সাইকোলজি টেস্ট এর মাধ্যমে আপনার মানসিক বয়স কত তা নিচের টেস্টটি দিয়ে বুঝতে পারবেন

। নিচে ১০ টি প্রশ্ন আছে। প্রতিটি প্রশ্নের জন্য ‘৪’টি অপশন আছে। প্রতিটি প্রশ্নের পাশে নম্বর দেয়া আছে। আপনি যে উত্তর বাছাই করবেন তার জন্য তার পাশের নম্বরটি পাবেন।সবশেষে নম্বরগুলো যোগ করুন। প্রাপ্ত যোগফলই বলে দেবে আপনার মানসিক বয়স কত৷

সাইকোলজি টেস্টটি শুরু করা যাক… [১]
র কোন ধরণের রঙ পছন্দ?
১. কালচে বা ধূসর প্রকৃতির রঙ
২. উজ্জ্বল ধরণের রঙ
৩. লালচে বা অনেক রঙ মেশানো
৪. কিছুটা অনুজ্জ্বল ধরণের রঙ পয়েন্ট: ২০, ৩০, ৪০, ১০
২] আপনি কোন ধরণের খাবার খেতে পছন্দ করেন?
১. সমুদ্রের খাবার
২. রেস্টুরেন্টের খাবার
৩. ফাস্ট ফুড
৪. স্যুপ
পয়েন্ট: ১০ ,৩০ , ৪০ , ২০
[৩] নিচের কোন পানিয়টি আপনার পছন্দ?
১. কোল্ড ড্রিৎকস
২. বিয়ার
৩. রেড ওয়াইন
৪. ফলের জুস
পয়েন্ট: ৪০ , ২০ , ১০ , ৩০
৪/ আপনি টিভি অন করলেন, চার ধরণের চ্যানেলে নিচের চার ধরণের অনুষ্ঠান চলছে। আপনি কানটি দেখবেন?
১. নিউজ
২. কার্টুন
৩. এ্যাকশন বা কমেডি জাতীয় মুভি
৪. ড্রামা বা থ্রিলার জাতীয় কিছু
পয়েন্ট: ১০ ,৪০,৩০ ,২০
[৫] চকলেটের প্ৰতি আপনার মনোভাব কেমন?
১. আমি এটা খুব পছন্দ করি
২. এটি খেতে ভালোবাসি
৩. চকলেট ছোটো বাচ্চাদের জন্য
৪. এটি স্বাস্থ্যের জন্য ভালে নয় তাই আমি এটা একদমই খাই না
পয়েন্ট: ৪০ , ৩০ , ২০ , ১০
[৬] ফেইসবুক বা টুইটারের প্ৰতি আপনার মনোভাব কেমন?
১. যোগাযোগের অনেক ভালো উপায়
২. এসব ব্যবহার করা সময়ের অপচয় ছাড়া আর কিছুই না
৩. এসব ব্যবহার করা ছাড়া একদমই থাকতে পারিনা
৪. দ্বিধাদচ্ছে আছি
পয়েন্ট: ৩০,২০,৪০,১০
[৭] স্মাৰ্টফোন নিয়ে আপনার মন্তব্য কি? ১. অনেক উপকারী একটা জিনিস ২.অনেক বেশি দরকারী
৩.কিছুটা কনফিউসিৎ ব্যাপার
৪.এটি একদিকে যেমন দামী তেমনি অপ্রয়োজনীয়
পয়েন্ট: ৩০ ,৪০, ১০ ,২০
[৮] আপনি আপনার জন্মদিন কিভাবে পালন করেন?
১.এটি বাচ্চাদের জন্য
২.পরিবারের সবাই মিলে ভালোভাবে খাওয়া দাওয়া করা
৩. পার্টি করা বন্ধু বান্ধব মিলে
৪. জন্মদিন কেক কেটে উদযাপন করা পয়েন্ট: ১০ ,২০ ,৩০ ,৪০
[৯] ক্লাসিক্যাল সংগীতের প্ৰতি আপনার মনোভাব কেমন?
১. অনেক প্ৰশান্তিকর
২. আমি মোটেও পছন্দ করিনা
৩. আমি অনেক পছন্দ করি
৪. শুনতে ভালো লাগে
পয়েন্ট: ২০ , ৪০ , ১০ , ৩০
[১০] আপনার কাছে আদর্শ ছুটির দিনের সংজ্ঞা কি?
১. পার্কে ঘুরতে যাওয়া
২. সমুদ্র দেখতে যাওয়া
৩. ভ্রমণ করা
৪. বিভিন্ন সভ্যতার সাথে পরিচিত হওয়া

পয়েন্ট: ৪০ , ৩০ , ২০ , ১০

আপনার স্কোর যদি হয় ৩৫০ থেকে ৪০০ তবে আপনার মানসিক বয়স ৯ বছর। এর মানে হচ্ছে আপনি হলেন অনেকটা বাচ্চা প্রকৃতির মানুষ ৷ আপনি অনেক সাধারণ বিষয়েও অনেক আনন্দ খুঁজে রেড়ান এবং ছোটো খাটো ব্যাপার ও অনেক উপভে়াগ করেন। আপনার সাইকোলজি অনেকটা বাচ্চাদের মত।

আপনার স্কোর যদি হয় ৩০০ থেকে ৩৪০ তবে আপনার মানসিক বয়স ১৬ বছর, এর মানে আপনার মানসিক বয়স হল কিশোর কিশোরীদের মত। আপনি সাইকোলজিক্যালি কিছুটা ইম্যাচিউর ধরণের এবং কখনো কখনো সমাজের রীতিনীতির প্ৰতি আপনি প্ৰতিবাদীও হয়ে উঠেন। আপনি কিছুটা অদ্ভুত স্বভাবের। আপনি অনেক প্রাণবন্ত ও জীবন উদ্দীপনায় ভরপুর।

আপনার স্কোর যদি ২৫০ থেকে ২৯০ হয়। তবে আপনার মানসিক বয়স ১৬ থেকে ২১ বছর। এর মানে হচ্ছে আপনি জানেন কখন কিভাবে ম্যাচিউর আচরণ করতে হয়। আবার এটাও জানেন কখন মজা করে সময় কাটাতে হয়। আপনার প্রয়োজনে আপনি পরিপক্ক ব্যবহার করেন কিন্তু মাঝে মাঝে আপনি কিছুটা বাচ্চাদের মতও ব্যবহার করে বসেন।

আপনার স্কোর যদি ২০০ থেকে ২৪০ হয় তবে আপনার মানসিক বয়স ২১ থেকে ২৯ বছর। এর মানে হলো আপনার মানসিক বয়স তরুণদের মত আপনি বেশিরভাগ সময়ই অনেক ম্যাচিউর আচরণ করেন। এবং জানেন কখন কোথায় কীভাবে ব্যবহার করতে হবে মানুষের সাথে। আপনি বুদ্ধিমান এবং সচেতন মানুষ

। আপনার স্কোর যদি ১৫০ থেকে ১৯০ হয় তবে আপনার মানসিক বয়স ২৯ থেকে ৫৫ বছর ৷আপনার মানসিক বয়স একদম বুঝদার মানুষদের মত। আপনি বিনয়ী এবং উন্নত চরিত্রের মানুষ ৷আপনি ভালো আদব কায়দা জানেন এবং তা মেনে চলেন । আপনার স্কোর যদি ১০০ থেকে ১৪০ হয় তবে আপনার মানসিক বয়স ৫৫ বছরের উপরে। অর্থাৎ আপনার মানসিক বয়স বয়স্ক মানুষদের মত ৷ জীবনের ছোটো খাটো ব্যাপারকে আপনি অনেক প্রশংসা করেন এবং নতুন প্রযুক্তি নিয়ে খুব বেশি বিরক্ত নন। ©opy

copy

এই পরিক্ষা অনুযায়ী আপনার মনের বয়স কত -ask-

*




2 Comments 295 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024