FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

⚠️বিপদ সংকেত⚠️

⚠️বিপদ সংকেত⚠️

*



"১০ নম্বর বিপদ সংকেত⚠️"



আগামি ২৮ নভেম্বর আসিতেছে ২২ সালের এসএসসি ব্যাচের রেজাল্ট ডে।-ohno1-
পরীক্ষায় অংশ গ্রহণকারী আপু ভাইয়াদের জানানো যাচ্ছে যে, খাটের তলে, আলমারির ভেতরে, টেবিলের নিচে মোট কথা যেথায় আছে চিপা চাপা সেথায় লুকিয়ে পরুন। পারলে কয়েকদিন এর খাবার সাথে নিয়ে লুকান। খবরদার টোস্ট বিস্কুট বা মচমচে টাইপের কিছু নেওয়া যাবেনা।+nono+ কোনো এক গবেষণায় দেখা গেছে এসব খাবার চাবানোর সময় কুড়মুড় আওয়াজে চারিদিকে তুফান উঠে যায়। এমন বিপদের সময় লুকিয়ে এসব খাওয়া খুবই রিস্কি। ফোন ট্যাব জাতীয় কিছু নেওয়া যাবেনা এগুলার আলোতে আবার সবাই ভুত ভেবে ওঝা ডেকে পিটানো শুরু করবে আপনাকে।+afraid+ নিলেও ডার্ক মুডে ইউজ করতে হবে, এবং সাইলেন্ট রাখতে হবে । বাসায় লাঠি,ঝাড়ু, স্কেল যা আছে সবকিছু লুকিয়ে ফেলুন।-shhh- খুব সতর্কতার সাথে নিশ্বাস ফেলতে হবে টের পেলেই খবর হয়ে যাবে -afraid1- এতো ঝামেলা না চাইলে রেজাল্টের আগের দিন প্রোয়জনীয় উপাদান সাথে নিয়ে রাতের অন্ধকারে চুপি চুপি বাড়ি থেকে ৩ দিনের জন্য পালিয়ে যান।-hrun-


❝সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিরাপদে আশ্রয় নিন। অন্যদের সাবধান করে তাদেরকেও নিরাপদে নিয়া যান। ওহ হ্যাঁ, পাশের বাসার আন্টিদের থেকে ১০০ হাত দূরে থাকবেন(এটা শুধু রেজাল্টের জন্য নয়, আজীবনের জন্য😵‍💫)।❞ -runaway-



Just for fun -hi5-

*




11 Comments 278 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024