বর্তমান সময়ে এসে জানতে পারলাম মানুষের পূর্ব পুরুষ বানর ছিলো। সত্যি কি বানর ছিলো? হাজার হাজার বছর আগে বানর গাছে গাছে লাফাতো আর তাতে গাছের ডালে লেজ ঘষা খেয়ে পরে গিয়ে মানুষে পরিণত হয়। 🤣 (নাউযুবিল্লাহ )
আমরা জানি মানুষ মাটির সৃষ্টি, এই সময় এসে শুনতে হলো বানর থেকে সৃষ্টি। -sad-
চলুন জেনে নেওয়া যাক আল-কুরআনের আলোকে মানুষ কিসের সৃষ্টি, মানব সৃষ্টির উপাদান গুলো কি কি? বর্তমান এবং ভবিষ্যতে নাস্তিকদের কথার জবাব দিতে কাজে লাগবে।
** পৃথিবীর সব কিছু সৃষ্টির মূল উপাদান পানি।
** মানব সৃষ্টির উপাদান।
Posted By: HiRA (Premium User!)
Post ID: 6937
Posted on: 2 months 1 day ago
Authorized by: holud_himu