
সকালে মা এসে বলল," আজ বাইরে যাইছ না বাবা বৃষ্টি আসবে।"
আমি কিছু বললাম না। বৃষ্টির জন্য ঘরে বসে থাকা যায়? একটা ছাতা নিয়ে বের হয়ে গেলাম।
সারাদিন আড্ডা মারলাম এক বন্ধুর বাসায়। দুপুরে খাওয়া দাওয়া বন্ধুর বাসায় করলাম।
সারাদিন ছাতা হাতে ঘুরলাম। কিন্তু বৃষ্টি আসল না!
সন্ধ্যার সময় বাড়িতে ফিরে এলাম। মা আমাকে দেখে কিছু বলল না। বাড়িতে মনে হয় আজ খুব ভালো আয়োজন হয়েছে।
একটু পরে মা ঘরে এসে বলল," কোথায় ছিলি সারাদিন? "
"মেয়েটা সারাদিন তোর জন্য অপেক্ষা করে চলে গেলো! "
"কোন মেয়ে মা?"
"আমার বান্ধবীর মেয়ে বৃষ্টি।🙂