Introducing \'Movie Gossip\' - Your Insider\'s Guide to the Big Screen!
Introducing \'Movie Gossip\' - Your Insider\'s Guide to the Big Screen!
হ্যালো পিপলস অফ ফডি, স্বাগতম মুভি গসিপে। এই ডেডিকেটেড মিনি ব্লগ শুধুমাত্র এই শো সম্পর্কিত
মুভি গসিপ কি? এখানে কি নিয়ে গল্প হবে? এটা কেনো তৈরি করা হলো?
মুভি নিয়ে আলোচনা কিংবা সমালোচনা কিংবা ব্যাক্তিগত মন প্রকাশ এখানে করা হবে। তবে বেশির ভাগ কথা হবে যে মুভি/সিরিজ এখনো রিলিজ হয় নি তাদেরকে নিয়ে, যাদের ট্রেইলার কিংবা টিজার বের হইছে এরকম মুভি/সিরিজগুলো অগ্রাধিকার বেশি পাবে।
শুধু মুভিতে সীমাবদ্ধ থাকবে না, মুভির পাশাপাশি সিরিজ, ডকুমেন্ট্রি, নাটক ইত্যাদি কন্টেন্ট এর উপরেও ফোকাস করা হবে।
তবে এমন না যে রিলিজড মুভি নিয়ে কথা হবে না, রিলিজ মুভির জন্য আলাদা রিভিউ ক্যাটাগরি আছে, যে মুভি গুলো বিস্তারিত রিভিউ করা উচিত তাদের নিয়ে সেখানেই কথা হবে, কিন্ত এমন অনেক মুভি থাকে যা ওয়ান-টাইম ওয়াচ আর খুব একটা স্পেশাল না, তবে বলার মত টুকটাক জিনিস থাকে সেই মুভি গুলো নিয়ে কথা হবে মুভি গসিপে।
এই শো বানানোর মূল কারণ হলো যত মাথা তত জ্ঞান এই কথায় বিশ্বাস করা, অর্থাৎ এই শো শুধু আমার কথা বলার জায়গা না, এখানে সবাই কথা বলতে পারবে। আর আমি অকপটে স্বীকার করি আমি সব মুভি ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালো জানি না, তাই বলে কি তাদের নিয়ে কথা হবে না? অবশ্যই হবে।
আমাদের সাইটে বেশ কিছু মুভি/সিরিজ লাভার আছেন যারা ভিন্ন ভিন্ন কেটাগরি, ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির মুভি/সিরিজ দেখাতে এক্সপার্ট।
যেমনঃ
১। জোকার ভাই আছেন বিভিন্ন জর্না নিয়ে এক্সপার্ট । লাইক সিটকম সিরিজ বা মুভি, রোমান্টিক, ওল্ড এনিমি মুভি, স্প্যানিশ, কোরিয়ান ইত্যাদি মুভি/সিরিজ নিয়ে কথা বলতে পারবেন
২। মাসুদ ভাই। মাসুদ ভাই হাইপড মুভি/সিরিজ , মালায় ইন্ড্রাস্ট্রি, সাউথ ইন্ড্রাস্ট্রি, মার্ভেল, ডিসি নিয়ে বেশ এক্সপার্ট আর তিনি রোমান্টিক জনরা তেও আছেন
৩। Rhetoric দা উরফ গাভিদা আছেন তামিল ইন্ডাস্ট্রি নিয়ে, তিনি তামিলের হিট মুভি গুলো নিয়ে কথা বলবেন
৪। রিশাদ ভাই আছেন ( নিকনেম দিলাম না কারণ তার নিকনেম আজ Lostboy তো কাল FoundBoy) সাউথ মুভি, সাসপেন্স থ্রিলার, কমেডি, হরর জর্না তে। এসবে তিনি কথা বলবেন।
৫। জানিথ ভাই আছেন প্রধাণত সিরিজ নিয়ে, টুকটাক যাই দেখেন সেটা সিরিজই বেশি, তার থেকে আমরা ডিটেইলস এ এসব জানতে পারব।
৬। ইখতিয়ার ভাই আছেন পিউর বাংলা মুভি লাভার, তার থেকে আমরা বিভিন্ন বাংলা মুভির গল্প নিয়ে কথা বলতে পারব
৭। মাহাবুব, তিনি টুকটাক হলিউড ইন্ড্রাস্ট্রি, বলিউড ইন্ড্রাস্টি, স্প্যানিশ, কোরিয়ান মুভি/সিরিজ দেখে থাকেন। (রোমান্টিক জর্না বাদে)
আরো অনেকেই থাকতে পারেন যারা মুভি সিরিজ দেখেন যা আমি জানি না, রিকয়েস্ট থাকবে আমাকে একটু জানানোর তাহলে আমি টাইম টু টাইম তা নিয়ে কথা বলে এই মুভি গসিপ শো টা আগাবো।
স্বীকারোক্তি :
আমাদের জানা অজানা অনেক স্টোরি আছে যা আমাদের দেখা উচিত, সেখান থেকে বুঝা উচিত। কিন্ত একজনের জ্ঞান সীমিত থাকায় অনেকজন মিলে সেটা করলে সেই সীমিত জায়গা ও রাশিয়ার মত বিশলতা পেতেই পারে।
আমার অনেক দিন যাবত এইটা নিয়ে কিছু করার চিন্তা ছিলো, যাতে সবাই কন্ট্রিবিউট করতে পারবে। রিভিউয়ে শুধু আমার মনের কথা এবং আমার পয়েন্ট অফ ভিউ থাকে। কিন্ত সেটা আরো বিকশিত করা সম্ভব এই শো এর মাধ্যমে। সবার কথা লিখিত আকারে সাজিয়ে দেয়ার দায়িত্ব আমার আপনারা শুধু বলবেন।
" যেদিন থেকে অখাদ্য ফিল্ম উৎকৃষ্ট খাদ্যে পরিণত হয়েছে, সেদিন থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভাটা শুরু, জোয়ার ফেরার সম্ভাবনা কিঞ্চিৎ"
-- কোন এক মহাপুরুষ
Posted By: mahabub (Premium User!)
Post ID: 6989
Posted on: 2 months 5 hours ago
Authorized by: Mostakim
2 Comments83 Views
mahabub
hobe hobe sob hobe
2 months 3 days ago
samantha
horror/mysterious/animation ei type movie gular o review diyo .read.