Genre: Drama/Comedy Imdb: 8.1/10 Country: South Korea Language: Korean Release date: January 23, 2013
হালকা স্পয়লার....... এমন কাউকেই পাওয়া যাবে না যারা এই মুভিটি দেখেছে কিন্তু তাদের ভালো লাগেনি। যারা দেখেছে তারাই এককথায় বলবে ছবিটি ছিল পুরাই অসাধারন। একটি মাস্টারপিস সিনেমা। বাবা তার মেয়ের জন্য সবকিছুই করতে পারে। একজন বাবা তার মেয়েকে কত ভালোবাসা, মেয়ে তার বাবাকে কত ভালোবাসা এটাই দেখানো হয়েছে। মেয়ের আবদার মেটাতে গিয়ে একটি ভুল বুঝাবুঝিতেই, তাকে দোষী সাব্যস্ত করা হয় যেটা মেনে নিতে পারেনি অনেকেই। ছবির ইমোশনাল সিনগুলো আপনাকে কাঁদাবে। কমেডি সিনগুলো আপনাকে হাসাবে। একজন মুভিলাভার হয়ে থাকলে ছবিটি সবারই দেখা দরকার। ছবিটির আজ দশ বছর পূর্ণ হয়েছে 🔥 যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন ।
Posted By: blazing_knight (Premium User!)
Post ID: 6992
Posted on: 2 months 14 hours ago
Authorized by: Mostakim