ঘুম ধরছে না৷ Unknown নম্বর দিয়ে বাড়িওয়ালার নম্বরে চল্লিশটা মিসডকল দিলাম৷ ব্যাক করে বলে, "কে রে বদমাশ?" কল কেটে দিলাম৷ রাত দেড়টার সময় কল ব্যাক করে কেউ এভাবে কথা বলে! সামান্য ভদ্রতা জ্ঞান নাই৷ মেসেজ দিলাম, "আপনার বাড়ির গেটে লোকজন ফিসফিস করছে৷"
একটু পর বাড়িওয়ালার দরজা খোলার আওয়াজ পেলাম৷ দৌড়ে উনি গেটে গেলেন৷ খটরমটর করে গেট খুললেন৷ আজব মানুষ! এত রাতে কেউ গেট খুলে এমন শব্দ করে? এমনি আমার ঘুম ধরছে না৷ তার ওপর শব্দ! কেমন যে বির'ক্ত লাগে এসব অভদ্রতা দেখলে!
এখন বাজে রাত দেড়টা৷ গার্লফ্রেন্ডকে মেসেজ দিলাম Unknown নম্বর থেকে - "তুমি আর শাহরুখ যে গোপনে প্রেম করছো তা আমরা জেনে ফেলেছি৷ তোমার আব্বাকে বলে দিব সকালেই৷ আর তাছাড়া শাহরুখও ভাল না৷ আরো ছয়টা মেয়ের সাথে প্রেম করে। এক গ্লাসে ২ স্ট্র লাগিয়ে জুস পান করে৷ চাইলে ছবি পাঠাবো প্রমাণ স্বরুপ৷" কি যন্ত্রণা! গার্লফ্রেন্ড আমাকে টেক্সট দিল, "শাহরুখ তোমার নামে এসব কি শুনছি? তুমি নাকি ছয়টা মেয়ের সঙ্গে প্রেম করছো? তুমি এতবড় বদমাস? চরিত্রহীহীন।"
আমি আমার নম্বর থেকে টেক্সট দিলাম, "জানু কি বলছো এসব৷ আমিতো ছয়টা প্রেম করি না৷ তবে আমি মনীষাকে ছাড়া বাঁচবো না৷ মনীষা তোমার ক্লাসমেইট৷ সরি তোমাকে সত্যটা বলতেই হলো৷ ক্ষমা করে দিও৷"
এই মেসেজ পাওয়ার পর থেকে গার্লফ্রেন্ড সমানে কল দিয়ে যাচ্ছে আমাকে৷ এতরাতে কথা বলা পছন্দ করি না আমি৷ কল ধরবো না৷ এমনিতেই আমার ঘুম ধরছে না৷
এবার মনীষাকে মেসেজ দিলাম৷ মনীষা তো আবার প্রেম করে সাজুর সঙ্গে৷ Unknown নম্বর থেকে মেসেজে লেখলাম, "মনীষা তোমার বয়ফ্রেন্ড সাজু কাল সকাল দশটায় বিয়ে করবে তার এক্স প্রেমিকাকে৷ সে তোমাকে ঠকিয়েছে৷ যত দ্রুত পারো সকাল সকাল শাহবাগ কাজী অফিসে যাও৷ তাদের বিয়ে ঠেকাও৷ আমাকে তুমি চিনবে না৷ আমি তোমার শুভাকাঙ্খি৷"
এখন তোরা সারারাত টেনশন কর বাপু৷ আমাকে ঘুমাতে হবে৷ এমনিতে আমার ঘুম ধরছে না৷ (Collected)
Posted By: Mostakim (Premium User!)
Post ID: 7001
Posted on: 2 months 4 days ago
Authorized by: Mostakim